সড়কে প্রাণহানি:অন্যায় করলে কোন আন্দোলনই বিচার থামাতে পারবে না, বলেছেন আইনমন্ত্রী

ছবির উৎস, BBC
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিমান বন্দর সড়কের ফুটপাতে বাস চাপায় নিহত হবার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।
টানা তৃতীয় দিনের মতো ঢাকা শহর জুড়ে ছাত্র বিক্ষোভ ব্যাপকতা লাভ করার প্রেক্ষাপটে তিনি এ কথা জানালেন।
সাধারণত সড়ক দুর্ঘটনা সংক্রান্ত কোন মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবার কথা নয়। কিন্তু এ নির্দিষ্ট মামলাটি কেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর কথা বলছেন আইনমন্ত্রী?
এ প্রসঙ্গে আইনমন্ত্রী বিবিসি বাংলাকে বলেন, "আমাদের দেশে একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন আছে। আমরা যে মামলাকে গুরুত্বপূর্ণ মনে করি - সেটা মার্ডার কেস, রেপ কেস বা অন্যান্য যে কোন মামলা .... সেটাকে জন-গুরুত্বপূর্ণ মনে করলে আমরা কিন্তু সেটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিখে দ্রুত বিচার ট্রাইব্যুনাল বলে একটি আদালত আছে সে আদালতে পাঠিয়ে এটা দ্রুত বিচার করতে পারি।"

ছবির উৎস, BBC BANGLA
বিমানবন্দর সড়কের ফুটপাতে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হবার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, যারা এ অন্যায় করেছে তাদের শাস্তি পাওয়া উচিত যাতে এরকম অন্যায় আর না হয়।
সে ক্ষেত্রে এ রকম মামলা দ্রুত বিচারে যাওয়া স্বাভাবিক বলে উল্লেখ করেন মি: হক।
যারা বেপরোয়া গাড়ি চালায় তাদের একটি বার্তা দেয়া প্রয়োজন বলে মনে করেন আইনমন্ত্রী।
ছবির কপিরাইট
Facebook -এ আরো দেখুনবিবিসি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য বিবিসি দায়বদ্ধ নয়।End of Facebook post
চলমান ছাত্র আন্দোলনের সাথে দ্রুত বিচারের উদ্যোগ নেবার কোন সম্পর্ক নেই বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে যখন সড়ক পরিবহন শ্রমিকদের শাস্তির প্রসঙ্গ আসে তখন তারা রাস্তায় সংঘবদ্ধভাবে নেমে চাপ তৈরি করে। সে বিষয়টি কিভাবে সামাল দেয়া হবে?
এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, " বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অন্যায় করলে কোন আন্দোলনই বিচার থামাতে পারবে না।"
আরো পড়ুন:









