আবারও বিয়ে করছেন ইমরান খান, এবার সাধারণ এক নারী

ছবির উৎস, AFP
পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও বিরোধী রাজনীতিক ইমরান খান আবার বিয়ে করতে যাচ্ছেন এরকম একটি খবর গত কয়েকদিন ধরেই ছিলো।
কিন্তু এই খবর ইমরান খান নিজে এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-ও এই খবরকে গুজব বলে উড়িয়ে দিচ্ছিলো।
কিন্তু শেষ পর্যন্ত এই খবরের সত্যতা স্বীকার করে আজ রবিবার একটি বিবৃতি দিতে বাধ্য হয়েছে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই।
ইমরান খান বিয়ে করেছেন বিবৃতিতে এমন কিছু বলা হয়নি। তবে বলা হয়েছে যে মি খান একজন নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
ওই নারীকে ইমরান খানের 'আধ্যাত্মিক উপদেষ্টা' বলে উল্লেখ করা হয়েছে।
ইমরান খান বুশরা মানেকা নামে এক নারীকে বিয়ে করেছেন পাকিস্তানের সংবাদ মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়ার পর পিটিআই থেকে এই বিবৃতি দেওয়া হলো।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, মি. খান গোপনে ১লা জানুয়ারি বিয়ে করেছেন।
পিটিআই এর বিবৃতিতে এও বলা হয়েছে, বুশরা মানেকা সাধারণ একজন নারী। ইমরান খানের প্রস্তাবে এখনও সাড়া দেন নি তিনি। বিষয়টি নিয়ে তিনি তার পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করছেন।

ছবির উৎস, Twitter
ইমরান খান এর আগে আরো দুটো বিয়ে করেছিলেন। জেমাইমা গোল্ডস্মিথ এবং রেহাম খানের সাথে তার সংসার খুব বেশি দিন টেকে নি।
এই খবরে সোশাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করছেন। একজন লিখেছেন, জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বুশরা মেনকার সাথে বিয়ে হলে, কিম্বা বিয়ের খবরটি যদি সত্যিই হয়ে থাকে, তাহলে বিয়ের ব্যাপারে পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ইমরান খান 'হ্যাট্রিক' করতে যাচ্ছেন।








