রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিজ্ঞানের জন্য মিছিল

মার্চ ফর সায়েন্স

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ওয়াশিংট ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধেও মিছিল হয়, মি. ট্রাম্প বৈজ্ঞানিক গবেষণার জন্য তহবিল কমিয়ে দিয়েছেন

প্রকৃত তথ্যের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের প্রতিবাদে বিশ্বজুড়ে হাজার-হাজার বিজ্ঞানী বিক্ষোভে অংশ নিয়েছেন।

ধরিত্রী দিবসকে সামনে রেখে প্রথমবারের মত এই 'বিজ্ঞানের জন্য যাত্রা/মার্চ' আয়োজন করা হয়। মার্চ থেকে পরিবেশ সুরক্ষার বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবী তোলেন বিজ্ঞানীরা।

আয়োজকরা বলছেন, তারা বিজ্ঞানীদের সুরক্ষা এবং তাদের প্রতি সমর্থনের আহ্বান জানাচ্ছেন।

দিনের প্রধান মিছিলটি অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে।

উদ্যোক্তারা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করা এই মার্চের উদ্দেশ্য নয়, যদিও প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড "অনুঘটকের" কাজ করেছে।

মার্চ ফর সায়েন্স

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিক্ষোভবকারীদের প্ল্যাকার্ডে লেখা ছিল 'বিজ্ঞান সবার জন্য"।

ওয়াশিংটন ডিসির মিছিলে ক্যালিফোর্নিয়া একাডেমি অফ সায়েন্সের নির্বাহী পরিচালক, জনাথন ফলি বলেন, বিজ্ঞানীদের গবেষণাকে অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং রাজনীতিবিদরা গবেষণাকর্মকে যেভাবে আঘাত করছেন তা "নির্যাতনের সমতুল্য"।

"আমাদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবেশবিষয়ক বিজ্ঞানকে তারা সুনির্দিষ্টভাবে টার্গেট করছে। যে বিজ্ঞান আমাদের সবচেয়ে মূল্যবান বিষয়গুলোকে সুরক্ষা করে"।

এর ফলে "কিছু মানুষ হয়তো দুর্ভোগে পড়বে, কিছু মানুষ মারা যাবে", বলেন ড. ফলি।

মার্চ ফর সায়েন্স

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ার সিডনিতে বড় মিছিল করেন বিজ্ঞান সমর্থকেরা
মার্চ ফর সায়েন্স

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বিক্ষোভকারীদের মতে, বৈজ্ঞানিক তথ্যের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে।
মার্চ ফর সায়েন্স

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, জার্মানির বার্লিনে বিক্ষোভকারীরা
মার্চ ফর সায়েন্স

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিশ্বজুড়ে হাজার-হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন

অস্ট্রিয়ার ভিয়েনায় আয়োজকদের ফেসবুক পেজে বলা হয়েছে, হোয়াইট হাউজে মি. ট্রাম্প আসার পর থেকে যে আন্দোলন শুরু হয়েছে তাতে অংশ নিতে মানুষকে তারা উদ্বুদ্ধ করছে।

অতীতে মি. ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে একটি ভাঁওতাবাজি হিসেবে মন্তব্য করেছিলেন। তার এই দৃষ্টিভঙ্গি বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষদের কেউ কেউ বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত তথ্যের বিষয়েও সন্দিহান হয়ে পড়ছেন।

মার্চ ফর সায়েন্স

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, অস্ট্রিয়ার ভিয়েনায় মিছিল
মার্চ ফর সায়েন্স

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, সুইজারল্যান্ডের জেনেভায় মার্চ
মার্চ ফর সায়েন্স

ছবির উৎস, AFP/Getty Images

ছবির ক্যাপশান, লন্ডনেও অনেক মানুষ সমবেত হয়ে মিছিল করে

মার্চ ফর সায়েন্সের আরেকটি লক্ষ্য হচ্ছে বিজ্ঞানী এবং তাদের গবেষণাকর্মকে সাধারণ মানুষের আরো কাছে নিয়ে আসা।

আয়োজকরা মনে করেন, সাধারণ মানুষদের সাথে যোগাযোগ সৃষ্টি করাটা বিজ্ঞানীদের জন্য কঠিন হতে পারে এবং তারা এই মার্চ থেকে বিজ্ঞানীদেরও রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করছেন, যাতে তাদের কথা তারা কার্যকরভাবে তুলে ধরতে পারেন।