আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
মরণাপন্ন বংশধরকে শেষবারের মত দেখতে দেয়ার জন্য বিমান ফেরালো পাইলট
ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরের এক পাইলট আকাশে ওড়ার ঠিক আগের মুহূর্তে প্লেনটিকে টার্মিনালে ফিরিয়ে এনেছেন।
এটা তিনি করেছেন, যাতে ঐ বিমানের দু'জন যাত্রী তাদের মরণাপন্ন নাতীকে শেষবারের মত দেখতে পারেন।
এই মানবিক আচরণের জন্য ঐ ক্যাপ্টেনের ভূয়সী প্রশংসা করা হচ্ছে।
দ্যা ইন্ডিপেনডেন্ট পত্রিকা খবর দিচ্ছে, দুজন যাত্রী ম্যানচেস্টার থেকে আবুধাবি হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য এতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেন।
বিমানে ওঠার পর তারা লক্ষ্য করেন যে মোবাইল ফোনে তাদের নাতীর একটি মিসডকল রয়েছে।
প্লেনটি যখন রানওয়েতে ওড়ার জন্য তৈরি হচ্ছে তখন তাদের কাছে একটি টেক্সট মেসেজ আসে।
এতে বলা হয়, গুরুতর অসুস্থ অবস্থায় তাদের নাতী হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে রয়েছে।
তারা তখন বার্তাটি বিমানের একজন কেবিন ক্রুকে জানান।
ঐ কেবিন ক্রু ফ্লাইটের ক্যাপ্টেনের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেন।
ক্যাপ্টেন তখন রানওয়ে থেকে বিমানটিকে টার্মিনালে ফিরিয়ে আনেন।
এরপর ঐ দুজন যাত্রী এবং তাদের মালামাল বিমান থেকে নামানো হয়।
তারা যাতে দ্রুত হাসপাতালে যেতে পারেন সেই ব্যবস্থাও করা হয়।
পরের দিন, ঠিক যে সময়টিতে এতিহাদের ঐ ফ্লাইটটি অস্ট্রেলিয়াতে ল্যান্ড করার কথা ছিল, সেই সময়ে নাতীর মৃত্যু ঘটে।
যাত্রী দুজন তাদের পরিচয় প্রকাশ করতে নারাজ।
কিন্তু তাদের নাতীকে শেষ বিদায় জানানোর সুযোগ করে দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।