আফগান তালেবান নেতা আখুনজাদার বৃক্ষ প্রেম

তালেবান যোদ্ধা

ছবির উৎস, AP

ছবির ক্যাপশান, তালেবান যোদ্ধা

আফগান তালেবান নেতা হিবাতুল্লাহ আখুনজাদা বেশি করে গাছ লাগানোর জন্য আফগান জনগণকে পরামর্শ দিয়েছেন।

এক বিবৃতিতে মি আখুনজাদা আফগান জনগণ এবং তালেবান যোদ্ধাদের অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "পৃথিবীর সৌন্দর্যের স্বার্থে এবং মহান আল্লার সৃষ্টির খেদমতে এক বা একাধিক ফলের বা যে কোনো গাছ লাগান।"

পরিবেশ রক্ষায় তালেবানের কাছ থেকে এ ধরণের বিবৃতি বিরল।

এখন পর্যন্ত একমাত্র যে কৃষিকাজের সাথে তালেবানের সংশ্লিষ্টতার কথা শোনা যায় তা হলো অবৈধ আফিম চাষ।

আফগান নেতা আখুনজাদা

ছবির উৎস, AFGHAN ISLAMIC PRESS

ছবির ক্যাপশান, আফগান নেতা আখুনজাদা

তবে মি আখুনজাদা, যিনি গত বছর মে মাসে তালেবানের নেতৃত্ব নিয়েছেন, তিনি সামরিক নেতার চাইতে ধর্মীয় নেতা হিসাবেই বেশি পরিচিতি।

তালেবানের এই হঠাৎ বৃক্ষ-প্রেম নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে আফগান সরকার।

প্রেসিডেন্ট আশরাফ গানির মুখপাত্র শাহ হোসেন মোতোয়াজি বলেছেন জনগণকে ধোঁকা দিতে তালেবানের এই বিবৃতি। তিনি বলেন, তালেবান তাদের "অপরাধ এবং ধ্বংসযজ্ঞে"র দিক থেকে নজর ঘোরাতে চাইছে।