বাংলাদেশ : আমার নদী

বাংলাদেশের নানা প্রান্তে মৃত্যুর মুখে অনেক বড় নদী। মৃত-প্রায় নদীগুলোর কেন এই হাল? এর ফলে কীভাবে বদলে যাচ্ছে এসব নদীর তীরে মানুষের জীবনযাত্রা? জানতে দেখুন মানচিত্রে।

বাংলাদেশের ৪৩৫টি নদ-নদীর মধ্যে ৫০ থেকে ৮০টি এখন হুমকির মুখে।

গোটা সপ্তাহ জুড়ে নদীপথে ঘুরবেন বিবিসির কাদির কল্লোল। তিস্তা, যমুনা, বাঙ্গালী, পদ্মা এবং মেঘনার তীর ধরে তার যাত্রাপথে তিনি কথা বলবেন নদীতীরের মানুষের সঙ্গে।

তার যাত্রাসূচি এবং নদীপারের মানুষের সঙ্গে তার কথোপকথন শুনতে <link type="page"><caption> এখানে ক্লিক করুন</caption><url href="http://www.bbc.co.uk/bengali/news/2016/04/160408_amar_nodi_river_reporters_route" platform="highweb"/></link>।