বাড়ি ভাড়ার বিরোধ মেটাতে কমিশন গঠনের নির্দেশ

ছয়মাসের মধ্যে সাত সদস্যের কমিশন গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট

ছবির উৎস, Getty

ছবির ক্যাপশান, ছয়মাসের মধ্যে সাত সদস্যের কমিশন গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট

বাংলাদেশে বাড়ি ভাড়া নিয়ে বিরোধের কারণ চিহ্নিত করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ছয়মাসের মধ্যে সাত সদস্যের এই কমিশন গঠন করতে হবে।

বুধবার একটি রিট আবেদনের শুনানির পর এই আদেশ দিয়েছে হাইকোর্ট।

আদেশে বলা হয়, কমিশনের প্রধান হবেন একজন আইনজ্ঞ। সর্বশ্রেণীর মানুষের সঙ্গে কথা বলে বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিরোধের কারণ নির্ণয় ও প্রতিকারের উপায় সুপারিশ করবে কমিশন।

এই কমিশন বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের মতামত নিয়ে, প্রয়োজনে গণ শুনানি করে এলাকা ভিত্তিক সর্ব্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করবে।

সরকারের আর্থিক সক্ষমতা সাপেক্ষে বাড়িভাড়া বিরোধ নিষ্পত্তির জন্য প্রত্যেক ওয়ার্ডে একজন নিয়ন্ত্রক, অতিরিক্ত নিয়ন্ত্রক ও উপ নিয়ন্ত্রক নিয়োগে সরকারকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

২০১০ সালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদনটি করে।

২০১৩ সালে রুলের শুনানি শেষ হওয়ার পর, বুধবার এই রায় দেয়া হলো।