চট্টগ্রাম বন্দরে ভোজ্যতেলের ড্রামে মাদক কোকেন

ছবির উৎস, no
- Author, ওয়ালিউর রহমান মিরাজ
- Role, বিবিসি বাংলা, ঢাকা
বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ভোজ্যতেলের ঘোষণা দিয়ে আমদানী করা একটি ড্রামে কোকেন পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির শুল্ক বিভাগের গোয়েন্দারা।
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া থেকে সূর্যসূখী তেলের ঘোষণা দিয়ে আনা একটি কন্টেনারে ঐ ড্রামটি ছিল।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, কন্টেনারটিতে ১০৭টি ড্রাম ছিল এবং এর মধ্যে একটি ড্রামের তরল অন্যান্য ড্রাম থেকে ভিন্ন ছিল।
প্রাথমিক পরীক্ষায় কোন মাদক না থাকার কথা বলা হলেও পরে পুনরায় পরীক্ষা করে ঐ নির্দিষ্ট ড্রামটিতে কোকেনের অস্তিত্ব পাওয়া যায়।
মি. খান বলেন, ড্রামটিতে ১৮৫ কেজি তরল রয়েছে এবং এর এক-তৃতীয়াংশ অর্থাৎ প্রায় ৬০ কেজি কোকেন রয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
তিনি বলেন, বাংলাদেশে আরও পরীক্ষার সুযোগ না থাকার কারণে এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশী সাহায্য চাওয়া হয়েছে।
বাংলাদেশে হেরোইন সহ নানা ধরণের মাদক পাওয়া গেলেও কোকেনের চল কম বলেই ধারণা করা হয়।
মি. খান ধারণা করছেন যে কোকেনের এই চালানটির আসল গন্তব্য হয়তো পশ্চিম ইউরোপ অথবা আমেরিকার কোন দেশ ছিল।
উৎস দেশের ব্যাপারে ভুল ধারণা দেয়ার উদ্দেশ্যেই এই চালান বাংলাদেশে আনা হতে পারে বলে তিনি মনে করেন।








