অভিবাসীদের ভাগ করে নিতে ইউরোপীয় মন্ত্রীদের বৈঠক

ছবির উৎস, Reuters
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টারত হাজার হাজার অভিবাসীর সঙ্কট মোকাবেলায়, আলোচনায় বসছেন ইউরোপের বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা।
এই অভিবাসীদের ইউরোপের ২৮টি রাষ্ট্রের মধ্যে ভাগ করে নেয়ার বিষয়টিই লুক্সেমবার্গে মঙ্গলবারের এই বৈঠকে প্রধান ইস্যু হয়ে উঠতে যাচ্ছে।
অভিবাসী সংকটের ফলে ইতালি, গ্রীস এবং মাল্টার সম্পদের ওপর বিশাল চাপ পড়েছে বলে দেশগুলো জানাচ্ছে।
কোনও কোনও দেশ অবশ্য বলছে, অভিবাসন প্রত্যাশীরা যেতে চায় না এমন দেশে যেতে বাধ্য করা উচিত হবে না।

ছবির উৎস, AP
এবছর এ পর্যন্ত ১৮শ’র বেশি অভিবাসী ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছে। গতবছরের চেয়ে যা কুড়ি গুণ বেশি।
এর বেশিরভাগই সংঘাত পূর্ণ লিবিয়া ছেড়ে ছোট ছোট জীর্ণ নৌকায় করে অভিবাসনের উদ্দেশ্যে সমুদ্রপথে রওনা হয়েছিল।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে নৌবাহিনীর সদস্যরা এমন বহু অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধার করেছে।
ইতালি এবং গ্রীসের উপকূলে এ বছর এরইমধ্যে এক লাখের বেশি অভিবাসী সমুদ্রপথে গিয়ে পৌঁছেছে।

ছবির উৎস, PA
এই সমস্ত অভিবাসীদের ভাগ করে নিয়ে তাদের বোঝা হালকা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশকে জোরাজুরি করছে দেশ দুটি।
অভিবাসী সংকট সমাধানে বেশকিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে এরইমধ্যে।
সে অনুসারে ফ্রান্স ও জার্মানি এই শরণার্থীদের মধ্য থেকে ৩০ শতাংশ গ্রহণ করতে পারে বলে মনে করা হচ্ছে।








