জাপানে ট্রেন ছুটলো ঘণ্টায় ৬০৩ কিলোমিটার বেগে

দ্রুত গতিতে ট্রেন চলার যে বিশ্ব রেকর্ড জাপানের একটি ট্রেন আজ সেটা ভেঙে দিয়েছে।

ট্রেনটির সর্বোচ্চ গতি ছিলো ঘণ্টায় ৬০৩ কিলোমিটার বা ৩৭৪ মাইল।

গত সপ্তাহে এই ট্রেনেরই আরেকটি পরীক্ষামূলক চালনায় গতি ছিলো ঘণ্টায় ৫৯০ কিলোমিটার।

পরীক্ষামূলকভাবে মাউন্ট ফুজির কাছে এই ট্রেনটি চালানো হয়।

যে প্রযুক্তির সাহায্যে এই ট্রেনটি চালানো হয়েছে তাকে বলা হয় ম্যাগনেটিভ লেভিটেশন বা ম্যাগলেভ।

এই প্রযুক্তিতে বিদ্যুতায়িত চুম্বকের সাহায্যে ট্রেনটি ট্র্যাকের ওপর বাতাসে ঝুলে থেকে ছুটতে থাকে।

জাপানের রেল পরিবহন কোম্পানি সেন্ট্রাল জাপান রেলওয়ে চাইছে রাজধানী টোকিও এবং মধ্যাঞ্চলীয় শহর নাগোয়ার মধ্যে এই ট্রেন সার্ভিস চালু করতে।

তাদের টার্গেট ২০২৭ সাল।

সার্ভিসটি চালু হলে ২০৮ কিলোমিটার দূরের এই দুটো শহরের মধ্যে যাতায়াত করতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট।

বর্তমানে তার প্রায় দ্বিগুণ সময় লাগে এই পথ পাড়ি দিতে।