ক্রিকেটার ফিল হিউজ আর নেই

phile hughes

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ফিল হিউজ

অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক ক্রিকেটার ফিল হিউজ মারা গেছেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় বলের আঘাতে মাথায় গুরুতর আঘাত পাবার পর থেকেই তিনি কোমায় ছিলেন।

তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। ফিল হিউজের পরিবারের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, ক্রিকেটই ছিল ফিলের জীবন। যে বন্ধু এবং খেলোয়াড়রা ফিলের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তাদের তিনি ধন্যবাদ দেন।

এ পর্যন্ত ২৬টি টেস্ট খেলা ফিল হিউজ মঙ্গলবার বলের আঘাতে আহত হওয়ার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। কিন্তু আহত হওয়ার পর থেকে গত দুদিনেও তাঁর জ্ঞান ফেরেনি।

cricket

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, শোকার্ত ক্রিকেটারদের সান্ত্বনা দিচ্ছেন রিকি পন্টিং

মৃত্যুর সময় তাঁর আত্মীয়স্বজন এবং বন্ধুরা পাশে ছিল। হিউজের মৃত্যুতে ক্রিকেট কমিউনিটি শোক প্রকাশ করেছে।

চিকিৎসকরা হিউজের এই আঘাতকে দ্রুতগতিসম্পন্ন গাড়ি দুর্ঘটনার সাথে তুলনা করেছেন।

ফিল হিউজের প্রতি সম্মান জানাতে শুক্রবার তার নিজ প্রদেশ নিউ সাউথ ওয়েলসে সরকারি ভবনের ওপর জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

ফিল হিউজ টেস্ট খেলা শুরু করেন ২০০৯ সালে। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট খেলে তিনটি সেঞ্চুরিসহ দেড় হাজারের বেশি রান করেন।

এ ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে তিনি ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।