মঙ্গলগ্রহের কক্ষপথে ভারতের প্রথম উপগ্রহ

ছবির উৎস, ISRO
মঙ্গলগ্রহের কক্ষপথে সফলভাবে একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ভারত।
মঙ্গলিয়ান নামের ওই উপগ্রহটি খুব শীঘ্রই গ্রহটি সম্পর্কে তথ্য পাঠাতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই উৎক্ষেপণের ফলে ভারত অসাধ্য সাধন করল।
বিশ্বের চতুর্থ দেশ আর এশিয়ার প্রথম দেশ হিসাবে ভারত মঙ্গলগ্রহে উপগ্রহটি পাঠালো।
ভারতের স্পেস এন্ড রিসার্চ অর্গানাইজেশন বুধবার ভোরে বাঙ্গালোরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে অভিযানটি পরিচালনা করে।
এর আগে যুক্তরাষ্ট্র, ইউরোপ আর রাশিয়া মঙ্গলগ্রহে উপগ্রহ পাঠিয়েছে। তবে ভারতই একমাত্র দেশ, যারা মাত্র একবারের চেষ্টায় এবং সর্বনিম্ন খরচে উপগ্রহটি পাঠালো।
উপগ্রহটি পাঠাতে চুয়াত্তর মিলিয়ন ডলার খরচ হয়েছে।




