সোমবার বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের হরতাল

গত বছর প্রায় পুরোটা জুড়েই এ ধরণের সহিংস হরতালে বাংলাদেশ কার্যত অচল হয়ে পড়েছিল। ফাইল চিত্র।

ছবির উৎস, focus bangla

ছবির ক্যাপশান, গত বছর প্রায় পুরোটা জুড়েই এ ধরণের সহিংস হরতালে বাংলাদেশ কার্যত অচল হয়ে পড়েছিল। ফাইল চিত্র।

বাংলাদেশে আগামী সোমবার দিনব্যাপী হরতাল আহ্বান করেছে বিরোধী বিএনপি নেতৃত্বাধীন জোট।

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে সংবিধানের ষোড়শ সংশোধনী করায় এই হরতাল ডাকা হয়।

বিকেলে এক সংবাদ সম্মেলন করে হরতাল পালনের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।

এসময় তিনি তার বক্তব্যে সংবিধানের ওই সংশোধনী আনয়নের তীর্ব্র নিন্দা জানান।

এদিকে আগামীকাল রোববারও বাংলাদেশে হরতাল পালন করবে জামায়াত।

সুপ্রিম কোর্টে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় হওয়ায় জামায়াত এই হরতাল পালন করছে।

একই প্রতিবাদে গত বৃহস্পতিবারও দলটি হরতাল পালন করে।

ফলে হরতাল ও সাপ্তাহিক ছুটি মিলে গত বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী সোমবার পর্যন্ত বাংলাদেশ কার্যত অচল থাকবে।