স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে 'না' ভোট এগিয়ে

ছবির উৎস, Getty
স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে গণভোট শেষে চলছে গণনা, এখন পর্যন্ত ২৬টি এলাকার ফলাফল জানা গেছে।
ফলাফলে ৫৪ শতাংশ 'না' ভোট পড়েছে এবং ৪৬ শতাংশ 'হ্যাঁ' ভোট পড়েছে।
৩২টি কাউন্সিলের মধ্যে ২৭টির ফল প্রকাশ করা হয়েছে।
বিশটি এলাকার জনগণ ইংল্যান্ডের সাথে থাকার পক্ষে ভোট দিয়েছে।
স্কটল্যান্ডের সবচেয়ে বড় শহর ও বৃটেনের তৃতীয় বৃহত্তম শহর গ্লাসগো'র জনগণ স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। এছাড়াও ডান্ডি, ওয়েস্ট ডানবার্টোনশায়ার এবং নর্থ ল্যাঙ্কারশায়ারের জনগণও 'হ্যাঁ' ভোট দিয়েছে।

ছবির উৎস, Getty

ছবির উৎস, Getty
পোলিং বিশেষজ্ঞ প্রফেসর জন কার্টিস বলছেন, এখন পর্যন্ত পাওয়া ফলাফলে মনে হচ্ছে 'না' ভোট বিজয়ী হতে যাচ্ছে।
৩০০ বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের সাথে থাকবার পর স্কটল্যান্ড আলাদা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে কিনা তাই নির্ধারিত হতে যাচ্ছে গণভোটের মাধ্যমে। ঘন্টাখানেকের মধ্যে জানা যাবে স্বাধীনতার প্রশ্নে স্কটিশদের সিদ্ধান্ত।
স্কটিশ ন্যাশনাল পার্টির উপনেতা নিকোলা স্টার্জন বলেছেন, গণভোটের এই ফলাফলে তিনি হতাশ ও মর্মাহত।
বিবিসি সংবাদদাতা স্কটল্যান্ড থেকে জানাচ্ছেন, এখন পর্যন্ত পাওয়া ফলাফলে বুঝা যাচ্ছে গণভোটের আগে সবশেষ প্রচার-প্রচারণায় স্কটিশরা হয়তো সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে যাওয়াটা খুব বেশি ঝুঁকিপূর্ণ হবে।








