অনিচ্ছাকৃত হত্যার দায়ে পিস্টোরিয়াস দোষী সাব্যস্ত

ছবির উৎস, AFP
দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্যারালিম্পিয়ান ও ব্লেড রানার হিসেবে পরিচিত অস্কার পিস্টোরিয়াস তার বান্ধবীকে অনিচ্ছাকৃত নরহত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
তবে তার বান্ধবীকে হত্যার অভিযোগ থেকে আদালত মিঃ পিস্টোরিয়াসকে রেহাই দিয়েছে।
এই অভিযোগে তার পনের বছর পর্যন্ত সাজা হতে পারে।
বিচারক থোকোজিল মাসিপা বলেছেন এই অ্যাথলেট বন্দুক ব্যবহারের সময় প্রয়োজনীয় সতর্কতা নেন নি।
বিচারক বলেন স্বর্ণজয়ী এই অ্যাথলেট প্রিটোরিয়ায় তার নিজের বাড়ির টয়লেটে তার বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুন করতে চেয়েছিলেন বলে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যে অভিযোগ দায়ের করেছিলেন তা প্রমাণ করতে বাদীপক্ষ ব্যর্থ হয়েছেন।

ছবির উৎস, Reuters

ছবির উৎস, AFP
আদালতে শুক্রবার রায় ঘোষণা করে বিচারক বলেন পেশ করা সাক্ষ্যপ্রমাণ বিবেচনায় আদালত সর্বসম্মতিক্রমে তাকে খুনের দায় থেকে অব্যাহতি দিচ্ছে। কিন্তু বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে অনিচ্ছাকৃত হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
একটি রেস্তোঁরার ভেতর গুলি চালানোর একটি ঘটনার জন্যও মিঃ পিস্টোরিয়াসকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে আরো দুটি আগ্নেয়াস্ত্র অপরাধে তাকে খালাস দেওয়া হয়েছে।
অস্কার পিস্টোরিয়াসের নিকট আত্মীয় আর্নল্ড পিস্টোরিয়াস বলেন পরিবারের ওপর থেকে একটা ভার উঠল।

ছবির উৎস, AFP
পরিবারের পক্ষ থেকে বিচারক মাসিপাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, '' খুনের দায় থেকে অস্কারের অব্যাহতিতে অস্কার এবং পরিবারের সবাই স্বস্তির নি:শ্বাস ফেলেছে।''
তবে তিনি রিভা স্টিনক্যাম্পের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন এই রায়ে কোনো পক্ষেরই জয় হয় নি।
মিঃ পিস্টোরিয়াসের পক্ষের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন তিনি ভুলবশত তার বান্ধবীকে একজন অনুপ্রবেশকারী ভেবে গুলি করেছিলেন।
রাষ্ট্রপক্ষ বলছে খুনের দায়ে পিস্টোরিয়াসকে দোষী সাব্যস্ত না করায় তারা হতাশ ।
১৩ই অক্টোবর দন্ডাদেশ ঘোষণার পর তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কীনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
দন্ড ঘোষণা পর্যন্ত মিঃ পিস্টোরিয়াসের জামিনের মেয়াদ বাড়ি দিয়েছে আদালত।








