ঢাকায় রেল লাইনের পাশে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

ছবির উৎস, bbc bangla
বাংলাদেশের রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকায় ট্রেন দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার ঘটনার পরদিন রেল লাইনের দু’পাশের অবৈধ দোকান উচ্ছেদ করার অভিযান আজকের মত শেষ হয়েছে।
শুক্রবার সকালে রেলওয় কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় এই অভিযান শুরু করে।
কারওয়ান বাজার রেল ক্রসিং থেকে তেঁজগাঁ রেল স্টেশন পর্যন্ত রেল লাইনের দু’পাশে অবৈধভাবে বস্তি এবং কাঁচা বাজার ও দোকান গড়ে উঠেছে।
সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে রেল কর্তৃপক্ষ বলছে বেশ কিছু দোকান তারা উচ্ছেদ করেছে।
রেল কর্তৃপক্ষ বলেছে, পুরো এই এলাকায় অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হবে।
তবে তারা বলছে বস্তি উচ্ছেদের ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা থাকায় তারা এখনই বস্তিগুলো উচ্ছেদ করছে না।

ছবির উৎস, bbc bangla
কর্তৃপক্ষ মনে করছে, রেল লাইনের দু’পাশে অবৈধ এসব স্থাপনার কারণে ট্রেন চলাচলে সমস্যা হয় এবং এসব স্থাপনায় বসবাসকারীদের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে।
এছাড়া পুলিশের ধারণা, এসব এলাকায় নানা ধরণের অপরাধও সংঘটিত হচ্ছে।
গতকাল এই কারওয়ান বাজার এলাকায় রেলক্রসিংয়ের পাশে দু’টি ট্রেনের মাঝে পড়ে ধাক্কায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।








