হবিগঞ্জের বনে র‍্যাবের অভিযানে প্রচুর রকেট উদ্ধার

হবিগঞ্জের বনে র‍্যাবের অভিযানে প্রচুর রকেট লঞ্চার উদ্ধার
ছবির ক্যাপশান, হবিগঞ্জের একটি গহীন বনে অভিযান চালাচ্ছে র‍্যাব
    • Author, আফরোজা নীলা
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ির গভীর বনে র‍্যাব বিশেষ অভিযান চালাচ্ছে।

র‍্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভিযানে রকেট লঞ্চারসহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযান এখনও চলছে।

ভারতের ত্রিপুরা সীমান্ত থেকে বাংলাদেশের ৪ কিলোমিটার ভেতরে চুনারুঘাট উপজেলার সাতছড়ির ওই বনে কয়েকটি বাংকারের খোঁজ পান র‍্যাব কর্মকর্তারা।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বিবিসিকে জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে তারা সাতছড়ি বনাঞ্চলের ভিতরে অভিযান শুরু করেন।

কর্ণেল আহসান জানিয়েছেন, এ পর্যন্ত একটি বাংকার থেকে শতাধিক রকেটসহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করতে পেরেছেন তারা।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেনান্ট কার্নেল জিয়াউল আহসান, যিনি এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন, বিবিসি বাংলাকে বলেছেন তারা এ পর্যন্ত ১৮৪টি রকেট এবং ১৫৪টি বিস্ফোরক শেল পেয়েছেন।

তিনি বলেছেন এগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন কামান বিধ্বংসী অস্ত্রের গোলা।

মিঃ আহসান বলেছেন অভিযান তারা গতকাল থেকে শুরু করলেও তাদের হাতে তথ্য এসেছে বেশ কয়েকদিন আগে।

তিনি বলছেন মাটির নিচে কংক্রিটের তৈরি বাঙ্কারের খোঁজও তারা পেয়েছেন, যে বাঙ্কারের চারপাশ দেওয়াল দিয়ে ঘেরা।

এই বাঙ্কারগুলোতে অস্ত্রশস্ত্র মজুত ছিল বলে তিনি বলেছেন।

আগামী আরো দুদিন এই অভিযান চলতে পারে বলে তিনি জানিয়েছেন।

তবে কর্ণেল আহসান জানিয়েছেন, বিশেষ অভিযান আরো এক-দু’দিন চলবে । তবে বিপুল এই অস্ত্র ও গোলাবারুদের ভান্ডার কাদের হতে পারে সে বিষয়ে কোন ধারণা দিতে পারেনি এই র‍্যাব কর্মকর্তা।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি। এর আগে চট্টগ্রামে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল যা ছিল একটি বড় আলোচিত ঘটনা।

ওই অস্ত্রগুলো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা বাহিনীর জন্য আনা হয়েছিল বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।