সত্যজিতের নিষিদ্ধ ছবি

subir
ছবির ক্যাপশান, সুবীর ভৌমিক, বিবিসি

প্রায় চল্লিশ বছর পর কিংবদন্তির চলচ্চিত্র নির্মাতা সত্যজিত রায়ের তৈরি একটি প্রামাণ্য চলচ্চিত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার৻

ray_sikkim
ছবির ক্যাপশান, সিকিমে রাজা ও রানীর সাথে সত্যজিত রায়৻ (ছবি: সিকিম টাইমস্‌)

প্রয়াত সত্যজিত রায়ের ছেলে সন্দীপ রায় সরকারি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন৻

উৎফুল্ল সন্দীপ রায় বলেন, তিনি আশা করছেন দ্রুত দর্শকরা তার বাবার তৈরী এই প্রামাণ্য চলচ্চিত্রটি দেখতে পাবেন৻

চলচ্চিত্রটি তৈরির সময়কার স্মৃতি হাতড়ে সন্দীপ রায় বলেন, শ্যুটিংয়ের সময় ক্যামেরা এবং জিনিসপত্র নিয়ে সিকিমে পাহাড়ে ওঠানামার কথা তার চোখের সামনে ভাসছে৻

সিকিমের ওপর তৈরি এই প্রামাণ্য চলচ্চিত্রটি তৈরি শেষ হয়েছিলো ১৯৭৩ সালের দিকে৻ সিকিম সেসময় একটি স্বাধীন রাজতন্ত্র ছিলো৻

তাঁর দেশে পর্যটকদের আকর্ষণ করতে তৎকালীন রাজা পালডেন থনডুপ নামগিয়্যাল সত্যজিত রায়কে এই প্রামাণ্য চলচ্চিত্রটি তৈরির দায়িত্ব দিয়েছিলেন৻

সন্দীপ রায় জানান, রাজা নামগিয়্যালের আমেরিকান স্ত্রী হোপ কুকের সাথে তার বাবার বন্ধুত্ব ছিলো, এবং সেই সূত্রেই রাজার সাথে যোগাযোগ৻

চলচ্চিত্র নির্মাতা হিসেবে খ্যাতি পাওয়ার পর সত্যজিত রায় যে দুটো প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করেছিলেন, ‘সিকিম‘ ছিলো তারই একটি৻ অন্যটি ছিলো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর৻

শট নিয়ে ক্ষুব্ধ রাজা

সিকিমের রাজা নামগিয়্যাল ও রানী কুক৻ (ছবি: সিকিম টাইমস্‌)
ছবির ক্যাপশান, সিকিমের রাজা নামগিয়্যাল ও রানী কুক৻ (ছবি: সিকিম টাইমস্‌)

সিকিম তৈরি হওয়ার পর এর একটি শট নিয়ে রাজা এবং তার আমেরিকান স্ত্রী তীব্র আপত্তি তুলেছিলেন৻

রাজধানী গ্যাংটকে রাজকীয় একটি ভোজসভার পর ফেলে দেয়া খাবার নিয়ে প্রাসাদের বাইরে দরিদ্র মানুষের কাড়াকাড়ির এক দৃশ্যে ক্ষুব্ধ রাজা শটটি বাদ দিতে বলেন সত্যজিত রায়কে৻

সন্দীপ রায় জানান, তার বাবা শটটি বাদ দিয়ে চলচ্চিত্রটি চূড়ান্ত করার পরপরই সিকিমের রাজনৈতিক পট আমূল বদলে যায়৻

১৯৭৫ সালে সিকিম ভারতের সাথে যুক্ত হয়৻

সেসময় যে কোন ধরণের বিতর্ক এড়াতে ভারত সরকার সত্যজিত রায়ের এই প্রামাণ্য চলচ্চিত্রটির ওপর নিষেধজ্ঞা আরোপ করে৻

প্রায় চার দশক বাদে নিষেধাজ্ঞা ওঠার পর কবে কোথায় চলচ্চিত্রটি প্রথমবারের মত দেখা যাবে তা এখনো পরিস্কার নয়৻ ভারত সরকারের চলচ্চিত্র বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন তাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে এটি দেখানোর চেষ্টা হতে পারে৻

জানা গেছে, সিকিমের একটি প্রিন্ট আমেরিকাতে এবং আরেকটি ব্রিটিশ ফিল্ম ইনিস্টিউটে রক্ষিত আছে৻