বেগম সুফিয়া কামাল: 'চেষ্টা করলেই কবি হতে পারে না সবাই'

ভিডিওর ক্যাপশান, বেগম সুফিয়া কামাল: 'চেষ্টা করলেই কবি হতে পারে না সবাই'

বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব।

বেগম পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল।

১৯৬৬ সালে বিবিসি বাংলার সিরাজুর রহমানকে সাক্ষাৎকার দিয়েছিলেন বেগম সুফিয়া কামাল। সেই সাক্ষাৎকারের কিছু অংশ শুনতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও।

বিবিসি বাংলার আরও খবর: