কাতার বিশ্বকাপ ২০২২: ছবিতে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের সেরা মুহূর্তগুলো

কাতারে ২০২২ বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মত ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

মাঠের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে ম্যাচ জিতেছে দক্ষিণ আমেরিকানরা, যেখানে গঞ্জালো মন্টিয়েল জয়সূচক পেনাল্টি শটটি নেন।

নির্ধারিত ৯০ মিনিট ও তার পর অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় আর্জেন্টিনার হয়ে দুই গোল করেন লিওনেল মেসি ও একটি গোল করেন ডি মারিয়া। অন্যদিকে ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

লুসাইল স্টেডিয়ামে শেষ পর্যন্ত বিজয়ী হয় আর্জেন্টিনা। অধিনায়ক মেসির হাতে ওঠে বিশ্বকাপ শিরোপা।

অবিস্মরণীয় ফাইনাল ম্যাচের গল্প এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে দিনের সেরা ছবিগুলোর মাধ্যমে...