আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ফিরোজা বেগম: গান না শিখেই যেভাবে তাঁর গানের রেকর্ড হলো
নজরুল সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী ফিরোজা বেগমের জন্ম ১৯৩০ সালে ফরিদপুরে। মাত্র ১২ বছর বয়সে ইসলামি গান দিয়ে ফিরোজা বেগমের প্রথম রেকর্ড প্রকাশ করেছিল গ্রামোফোন কোম্পানি এইচ এম ভি।
১৯৫৪ সাল থেকে ১৯৬৭ সালে ঢাকায় চলে যাওয়ার আগে পর্যন্ত ফিরোজা বেগম ছিলেন কলকাতায়।
সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকার কমল দাসগুপ্তকে তিনি বিয়ে করেন ৫০এর দশকেই।
তাঁর সঙ্গীত জীবনে ফিরোজা বেগম পেয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দুর্লভ সান্নিধ্য।
নজরুল সঙ্গীতে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
এর মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতা পদক, একুশে পদক, নজরুল আকাদেমি পদক।
এছাড়া কলকাতায় তাঁকে বঙ্গ সম্মানে ভূষিত করা হয়। সত্তরের দশকে বিবিসি বাংলার তালেয়া রহমানকে সাক্ষাৎকার দেন ফিরোজা বেগম। রেডিও আর্কাইভ থেকে সেই সাক্ষাৎকারের কিছু অংশ।
বিবিসি বাংলায় আরও দেখতে পারেন: