পল্লীকবি জসীম উদ্দীন: কবিতা ও নকশিকাঁথা নিয়ে অজানা যেসব কথা বিবিসিকে বলেছিলেন

জসীম উদ্দীন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক, লেখক। গ্রাম্য জীবন এবং পরিবেশ-প্রকৃতি ফুটিয়ে তোলার বিশেষ সুখ্যাতি তাঁকে 'পল্লী কবি'র উপাধি এনে দিয়েছে।

বাস্তবের মানুষ দেখেই কবি এঁকেছিলেন পাই, সাজু, হাজেরা বিবি, গণি মিয়া ও আসমানীর মতো চরিত্র।

বিবিসি বাংলার লন্ডন স্টুডিওতে তিনি একাধিকবার এসেছেন বিভিন্ন অনুষ্ঠানের অতিথি হয়ে। শেষবার তিনি ১৯৭২ সালে এসেছিলেন বিবিসি বাংলার স্টুডিওতে। সেসময় সিরাজুর রহমানের সাথে আলাপকালে তিনি বলেছিলেন কেন, কীভাবে তিনি কবিতা লেখা শুরু করলেন। বলেছিলেন নকশিকাঁথা নিয়ে তাঁর ভাবনার কথা।

বিবিসি বাংলায় আরও দেখতে পারেন: