বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত: তুমব্রুতে আবার মর্টার শেল পড়েছে, কয়েকজন আহত

ছবির উৎস, Getty Images
- Author, কাদির কল্লোল
- Role, বিবিসি বাংলা, ঢাকা
বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে আসা মর্টার শেলে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিউল্লাহ বিবিসিকে বলেছেন, আহতদের মধ্যে একজন নিহত হয়েছে। সে একজন রোহিঙ্গা শরণার্থী কিশোর এবং তার নাম মোহাম্মদ ইকবাল বলে তিনি স্থানীয়ভাবে নিশ্চিত হয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, একটি শিশু সহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ নিহত হবার কথা নিশ্চিত করেনি।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেন, মিয়ানমার থেকে মর্টার শেল এসে পড়ায় কয়েকজন আহত হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
শুক্রবার রাত আটটার দিকে ঘুমধুম সীমান্তে একটি ক্যাম্পে মিয়ানমার থেকে আসা মর্টার শেল বিস্ফোরণে কয়েকজন রোহিঙ্গা আহত হয়। এ ঘটনার পর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
সম্পর্কিত আরো খবর:

ছবির উৎস, Getty Images
ঘুমধুম ইউনিয়নে তুমব্রু এবং কোণাপাড়া সীমান্তের শূন্যরেখায় একটি অস্থায়ী ক্যাম্পে অনেক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়ে আছেন পাঁচ বছর ধরে।
ঐ ক্যাম্প থেকে একজন রোহিঙ্গা যুবক নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানান, তাদের ক্যাম্পের ভেতরেই মিয়ানমার থেকে মর্টার শেল এসে পড়লে তা বিস্ফোরিত হয়। এতে বেশ কয়েকজন রোহিঙ্গা আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই একটি জায়গাতেই রোহিঙ্গারা সীমান্তের শূন্যরেখার কাছে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরই কয়েকজন আহত হয়েছে।
এরআগে গত ২৮শে অগাষ্ট বান্দরবানের এই তুমব্রু সীমান্তেই মিয়ানমার থেকে দু'টি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়েছিল।
এছাড়া গত ৩রা সেপ্টেম্বর মিয়ানমারের দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টারের গোলা বাংলাদেশের সীমানার ভেতরে এসে পড়ে।
এই ঘটনাগুলোর ব্যাপারে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।
তা ছাড়া কয়েকদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় বিদেশী কূটনীতিকদের সাথেও বৈঠক করে ঘটনাগুলো সম্পর্ক অবহিত করেছেন।








