বিএনপি: কয়েক জেলায় প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ জন

ছবির উৎস, Marzia Rahman
বাংলাদেশের বিরোধী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, নেত্রকোনা ও পাবনাসহ দেশের নানা জায়গায় সংঘর্ষ হয়েছে।
ঢাকার কাছে নারায়ণগঞ্জ শহরে বিএনপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ সারাদেশেই দলটির আজ সমাবেশ কর্মসূচি পালন করা কথা রয়েছে।
১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
নারায়ণগঞ্জের পুলিশ বলছে তাদের কাছ থেকে কোন অনুমতি না নিয়েই ডিআইটি এলাকায় র্যালি বের করেছিলো বিএনপি।
বিবিসি বাংলায় আরও পড়ুন:

ছবির উৎস, Marzia Rahman
যদিও স্থানীয় বিএনপি বলছে যে তারা তাদের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে র্যালি বের করলে পুলিশ তাতে হামলা চালায় এবং তাদের অভিযোগ যে পুলিশের গুলিতে তাদের এক কর্মী নিহত হয়েছে।
স্থানীয় সাংবাদিকরা বলছেন যে র্যালি বের হওয়ার পর পরই পুলিশ তাতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয় ও পরে তা অলিগলিতেও ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে গুলিতে এক ব্যক্তি নিহত হয় যাকে স্থানীয় যুবদল তাদের কর্মী দাবি করেছে।
জানা গেছে সকাল সাড়ে দশটার দিকে সংঘর্ষ শুরু হলে শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকায় ব্যাপক সংঘর্ষে জড়ান পুলিশ ও বিএনপি কর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি পুলিশের বিরুদ্ধে গুলি করার অভিযোগ করেছে বিএনপি নেতারা।

ছবির উৎস, Getty Images
তবে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা বিবিসি বাংলাকে বলেছেন যে অনুমতি না নিয়ে বিএনপি কর্মীরা মিছিল বের করার চেষ্টা করায় পুলিশ বাধা দিয়েছে।
"তারা পুলিশের ওপর হামলা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যা করা দরকার পুলিশ সেটিই করেছে। তবে কেউ মারা গেছে কি-না তা আমি জানিনা," বলছিলেন তিনি।
এর বাইরে সিরাজগঞ্জ ও পাবনাতেও বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতাকর্মীরা।
তবে দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনাতে বাধা উপেক্ষা করেই র্যালী করার দাবি করেছে সেখানকার বিএনপি নেতাকর্মীরা।








