চা শিল্প: আটদিন ধর্মঘট করে চা শ্রমিকদের মজুরি বাড়ল দৈনিক ২৫ টাকা

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে টানা আটদিন ধরে ধর্মঘট করে আসার পর দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা মজুরি করার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশের চা শ্রমিকরা।

শনিবার বিকালে তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা করেছেন। ফলে আগের মজুরির তুলনায় তাদের দৈনিক মজুরি বেড়েছে ২৫ টাকা।

আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল সাংবাদিকদের বলেন, ''মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবনাকে গ্রহণ করে ওনার সম্মান রক্ষার্থে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি।''

শনিবার বিকাল তিনটায় শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে চা শ্রমিক নেতাদের বৈঠকের পর এই ঘোষণা করা হয়েছে।

আরও পড়তে পারেন:

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন, ''প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে চা শ্রমিকরা এই রেট মেনে নিয়েছেন এবং আগামিকাল থেকে তারা কাজে যোগ দেবেন।''

গত ৯ই অগাস্ট থেকে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ধর্মঘট শুরু করেছিলেন চা বাগানগুলোর প্রায় সোয়া লাখ শ্রমিক। সেই সময় প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি করলেও ১৩ই অগাস্ট থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন।

ফলে বাংলাদেশের ১৬৭টি চা বাগানে চা পাতা সংগ্রহ বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের দাবি ছিল, ২০২০ সালে যখন শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এবং বাগান মালিকদের সংগঠন চা সংসদ নেতাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল, সেই সময় মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু ১৯ মাস পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি মালিক পক্ষ।

তবে মালিক পক্ষের বক্তব্য ছিল, দৈনিক মজুরি ছাড়াও শ্রমিকদের রেশন, আবাসনসহ অন্যান্য যেসব সুযোগসুবিধা দেয়া হয়, তার অর্থমূল্য সবমিলিয়ে ৩০০ টাকার বেশি।

বাংলাদেশের চা বোর্ডের তথ্য অনুসারে, দেশে ১৬৭টি নিবন্ধিত চা বাগান রয়েছে। এর বেশিরভাগই সিলেট ও মৌলভীবাজার এলাকায় অবস্থিত।

বিবিসি বাংলার অন্যান্য খবর: