শ্রীলঙ্কা: থাইল্যান্ডে যেতে চান পলাতক রাষ্ট্রপতি গোটাভায়া রাজাপাকশা

নিজের ভাই প্রধানমন্ত্রী মাহিন্দার (বাঁয়ে) সাথে সাবেক রাষ্ট্রপতি গোটাভায়া রাজাপাকশা। গণবিক্ষোভে দুজনেই ক্ষমতাচ্যুত হয়েছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নিজের ভাই প্রধানমন্ত্রী মাহিন্দার (বাঁয়ে) সাথে সাবেক রাষ্ট্রপতি গোটাভায়া রাজাপাকশা। গণবিক্ষোভে দুজনেই ক্ষমতাচ্যুত হয়েছেন।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, শ্রীলংকার বিতাড়িত সাবেক প্রেসিডেন্ট গোটাভায়া রাজাপাকশাকে যেন তাদের দেশে ঢুকতে দেয়া হয়, তারা সেরকম একটি অনুরোধ পেয়েছে।

ব্যাপক গণ-বিক্ষোভের মুখে গত মাসে সিঙ্গাপুরে পালিয়ে যাওয়া মি. রাজাপাকশা এখন থাইল্যান্ডে আশ্রয় চাইছেন বলে যে খবর বেরিয়েছে, তার পরিপ্রেক্ষিতে বুধবার থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় একথা জানায়।

তারা বলছে, মি. রাজাপাকশাকে ৯০ দিনের জন্য থাকতে দেয়া হবে, তবে তিনি কোন রাজনৈতিক আশ্রয় চাইছেন না।

মি. রাজাপাকশার বিরুদ্ধে শ্রীলংকার বিক্ষোভকারীরা অর্থনৈতিক অব্যবস্থাপনার মাধ্যমে দেশকে চরম সংকটে ঠেলে দেয়ার অভিযোগ এনেছে।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংগ্রাত এক বিবৃতিতে বলেছেন, "শ্রীলঙ্কার বর্তমান সরকারের কাছ থেকে প্রাক্তন রাষ্ট্রপতিকে থাইল্যান্ডে প্রবেশের অনুরোধ পেয়েছে থাই সরকার।"

বিবিসি বাংলায় অন্যান্য খবর:

কলম্বোতে গণবিক্ষোভে প্রেসিডেন্টের প্রাসাদ তছনছ হওয়ার পর মি. রাজাপাকশার চেয়ারে বসে ছবি তুলছেন একজন অজ্ঞাতনামা বিক্ষোভকারী।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কলম্বোতে গণবিক্ষোভে প্রেসিডেন্টের প্রাসাদ তছনছ হওয়ার পর মি. রাজাপাকশার চেয়ারে বসে ছবি তুলছেন একজন অজ্ঞাতনামা বিক্ষোভকারী।

বিবিসি বাংলায় অন্যান্য খবর:

"দু'দেশের মধ্যে দীর্ঘস্থায়ী এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বিবেচনায় নেয়া হয়েছে।"

তিনি জানান, "থাইল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে ২০১৩ সালের ভিসা ছাড় সংক্রান্ত চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কার একজন কূটনৈতিক পাসপোর্টধারী হিসেবে প্রাক্তন রাষ্ট্রপতি ৯০ দিনের জন্য ভিসা ছাড়াই থাইল্যান্ডে প্রবেশ করতে পারবেন।"

মি. রাজাপাকশা গত ১৩ই জুলাই একটি সামরিক বিমানে চড়ে দেশ থেকে পালিয়ে যান। বর্তমানে তিনি সিঙ্গাপুরে স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন।

গত ১৪ই জুলাই তিনি ১৪ দিনের ভিসায় সিঙ্গাপুরে প্রবেশ করেন এবং তার অবস্থানের মেয়াদ আরও দু'সপ্তাহ বাড়িয়ে নেন। এর মেয়াদ শেষ হবে।

ভিডিও দেখতে পারেন:

ভিডিওর ক্যাপশান, কেন নায়ক থেকে ভিলেন বনে রাজাপাকশা পরিবার?