নূপুর শর্মা: রাজস্থানে এক হিন্দু দর্জিকে গলা কেটে হত্যার পর রাজ্য জুড়ে রেড-অ্যালার্ট জারি

ছবির উৎস, MOHAR SINGH MEENA/BBC
ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে এক হিন্দু দর্জিকে গলা কেটে হত্যার পর উত্তেজনা ছড়িয়ে পড়ছে।
নিহত ব্যক্তির নাম কানহাইয়া লাল তেলি। উদয়পুর শহরের ধানমন্ডি এলাকায় তার একটা দর্জির দোকান ছিল।
পুলিশকে উদ্ধৃত করে এনডিটিভি লিখছে ইসলামের নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বহিষ্কৃত বিজেপি মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে ফেসবুকে পোস্ট দেয়ার পর থেকে নিহত ঐ দর্জিকে হুমকি দেয়া হচ্ছিল।
মঙ্গলবার দুপুরে তার দোকানে জামা সেলাই করাতে কয়েকজন আসেন। তারাই তলোয়ার দিয়ে তার মাথায় কোপ মারেন।
গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়।
কারফিউ-রেড-অ্যালার্ট
উদয়পুর শহরের বেশ কিছু এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে, কয়েকটি জায়গায় অগ্নি-সংযোগের ঘটনাও হয়েছে। জেলা পুলিশ সুপারিন্টেনডেন্টের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
উদয়পুর শহরের সাতটি মহল্লায় কারফিউ জারি করা হয়েছে। শহরে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে।
এছাড়া, আজমেরে কারফিউ এবং রাজ্যের রাজধানী জয়পুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পুরো রাজস্থান জুড়ে রেড-অ্যালার্ট জারি করেছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী অশোক গেহলট শান্তি বজার রাখার আবেদন করেছেন।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of X post
উদয়পুরের পুলিশ সুপার মনোজ কুমারের কাছে সাংবাদিকরা জানতে চান যে 'নূপুর শর্মার সমর্থনে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেওয়ার কারণেই এই হত্যা কী না'।
জবাবে মি. কুমার বলেন "সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। আপাতত শান্তি বজায় রাখাই আমাদের প্রাথমিক কাজ। কয়েকজন অভিযুক্তকে শনাক্ত করা গেছে।"
জানা গেছে, রাজসামন্ধ জেলা থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
হত্যার যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে নিহত মি. তেলি পোশাক বানানোর জন্য এক ব্যক্তির গায়ের মাপ নিচ্ছেন। তারপরেই তার গলায় কোপ মারা হচ্ছে। মি. তেলি হতবাক হয়ে বলছেন , "কী হল, স্যার কী হল!"
তবে কোপ মারার কয়েক সেকেন্ড পরে ভিডিওতে ছবি আর দেখা যায় নি, শুধুই আর্ত চিৎকার শোনা যাচ্ছে।
ভিডিওটি এতটাই ভয়াবহ যে পুলিশের পক্ষ থেকে সেটি না দেখার জন্য আবেদন জানানো হচ্ছে। ফুটজেটি প্রচার না করার জন্য মিডিয়াগুলোকেও অনুরোধ করা হয়েছে।
হিন্দু সংগঠনগুলি উদয়পুরে অনির্দিষ্টকালের জন্য বনধ্ ডেকেছে।








