আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
শিল্প: কলার খোসায় ছবি আঁকা যার নেশা
অ্যানা হোয়নিৎস্কা হচ্ছেন এমন একজন শিল্পী যিনি কলার খোসার ওপর দাগ কেটে ছবি আঁকেন।
কোভিড লকডাউনের সময় তিনি কলার ওপর এমনি আঁকিবুকি করতে করতেই এ নিয়ে উৎসাহী হয়ে ওঠেন।
এখন তিনি প্রতিদিনই কলার ওপর নানা বিষয় নিয়ে ছবি আঁকেন ।
পশুপাখী, ফুল থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা পর্যন্ত সবই এঁকেছেন তিনি কলার খোসার ওপর।
প্রতিদিনই অ্যানা তার ছবি অনলাইনে পোস্ট করেন। এভাবেই সারা দুনিয়া জুড়ে তার ভক্ত ফলোয়ার তৈরি হয়ে গেছে।
তাকে নিয়ে দেখুন রব টেলরের ভিডিও রিপোর্ট।
ছবি: ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @Banana Bruiser