আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নাজিয়া আন্দালিব প্রিমা: পারফর্মিং আর্টের মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরছেন যে শিল্পী
বাংলাদেশি ভিজ্যুয়াল আর্টিস্ট নাজিয়া আন্দালিব প্রিমা, দেশের হয়ে কুড়িটি দেশে ত্রিশটির বেশি পারফরম্যান্স করেছেন এই শিল্পী।
নারীর শক্তি এবং সাহসকে তুলে ধরে ধারাবাহিক কাজ করেছেন নাজিয়া। অপলক নারী, আধুনিক রাধা সিরিজ, বিশ্বজনীন নারী সিরিজ তাঁর সাড়া জাগানো কাজের মধ্যে অন্যতম। তবে পারফর্মিং আর্টিস্ট দেশে বিদেশে বেশি পরিচিত নাজিয়া।
প্রায় ২৫ বছর ধরে শিল্পকলার মাধ্যমে দেশে বিদেশে বাংলাদেশকে তুলে ধরছেন তিনি। বাংলাদেশ থেকে কীভাবে একজন শিল্পী আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে পারে, কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে এসব নিয়ে বিবিসির সাথে কথা বলেছেন নাজিয়া আন্দালিব প্রিমা।
বিস্তারিত জানতে দেখুন এই ভিডিওটি।