ইউক্রেন যুদ্ধ: পূর্বাঞ্চলের দুটি শহর দখলে মরিয়া রাশিয়ার সামরিক বাহিনী

ইউক্রেনের মা

ছবির উৎস, YASUYOSHI CHIBA

ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি শহর ঘিরে ফেলার প্রচেষ্টায় রাশিয়ার বাহিনী সেখানে ব্যাপক গোলাবর্ষণ করছে।

বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা জানাচ্ছেন, সিভারস্কি ডোনেটস্ক নদীর দু'পাশের দুটি শহর সিভারোডোনেটস্ক এবং লিসিচানস্ক ঘিরে ফেলার লক্ষ্যে রুশ বাহিনী তিন দিক থেকে এগিয়ে যাচ্ছে।

এই শহর দুটির দখলের ওপর পূর্ব ইউক্রেনে রুশ আগ্রাসনের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে বলে রয়টার্স বলছে।

"সিভারোডোনেটস্ক-এর ওপর গোলাবর্ষণের মাত্রা কয়েক গুন বৃদ্ধি পেয়েছে," বলছেন লুহানস্ক প্রদেশের গভর্নর সেরহাই হাইদাই, "তারা পুরো শহরটিকে ধ্বংস করে দিচ্ছে।"

তিনি জানান, ঐ শহরে প্রায় ১৫০০০ মানুষ রয়েছে, এবং শহরটি এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে।

আরও পড়তে পারেন:

সিভারোডোনেটস্ক ও লিসিচানস্ক শহরের সংযোগকারী সেতুটি রুশ গোলার আঘাতে বিধ্বস্ত।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সিভারোডোনেটস্ক ও লিসিচানস্ক শহরের সংযোগকারী সেতুটি রুশ গোলার আঘাতে বিধ্বস্ত।

ওদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা ডনবাস অঞ্চলে রুশ হামলাকে 'নৃশংস' বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে এটিই সবচেয়ে বড় যুদ্ধ।

ডনবাসে মুখোমুখি লড়াই যেখানে চলছে তার থেকে একটু পশ্চিমে বাখমুট নামে এক জায়গায় পৌঁছে রয়টার্সের একজন সংবাদদাতা জানাচ্ছেন, লুহানস্কগামী মহাসড়কের ওপর তিনি প্রচণ্ড গোলাবর্ষণ হতে দেখেছেন।

ওদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা তথ্য অনুযায়ী, সিভারোডোনেটস্ক, লিসিচানস্ক এবং আরেকটি ছোট শহর রুবিঝনে-তে ইউক্রেনীয় বাহিনী শক্তিশালী প্রতিরক্ষা বূহ্য তৈরি করেছে।

এই শহরগুলোর পতন ঘটলে পুরো লুহানস্ক অঞ্চল রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাবে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করছে।

বিবিসি বাংলায় অন্যান্য খবর: