আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
খুন: নরসিংদীতে নিজ ঘরে পড়ে ছিল হত্যাকাণ্ডের শিকার মা ও দুই সন্তানের মরদেহ
***সতর্কতা: প্রতিবেদনটি আপনার অস্বস্তির কারণ হতে পারে।
ঢাকার কাছে নরসিংদী জেলার বেলাবো উপজেলায় গতরাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মা ও তার দুই সন্তান।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বিবিসিকে জানিয়েছেন, গতরাতে কোন এক সময় মাথায় ধারালো কোন বস্তু দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাবলা গ্রামে।
হত্যাকাণ্ডের শিকার পঁয়ত্রিশের মতো বয়সের রহিমা শেখ পেশায় দর্জি ছিলেন।
তার দুই সন্তানের মধ্য বড় ছেলের বয়স ছিল বারো বছর।
হত্যাকাণ্ডের শিকার ছোট মেয়ের বয়স ছয়।
মি. হোসেন জানিয়েছেন, ঘর থেকে কিছু খোয়া যায়নি।
মাত্র দু সপ্তাহ আগে একটি বাড়িতে এক মা ও তার দুই কন্যাকে হত্যার ঘটনা বাংলাদেশের মানুষকে স্তম্ভিত করে দিয়েছিল।
দু সপ্তাহের মাথায় নরসিংদীতে একই ঘটনা ঘটলো।
মানিকগঞ্জের ঘটনায় অবশ্য স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।
অভিযুক্ত স্বামীকে পুলিশ গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছিল।
পুলিশ অবশ্য এবারের হত্যাকাণ্ডের ঘটনাটিতে নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছে।
তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।
তবে এ ঘটনার পেছনে কারণ কী কিংবা কে বা কারা ঘটিয়েছে সে ব্যাপারে পুলিশ এখনও কিছু জানতে পারেনি।
বেলাবো থানার ওসি যদিও বলছেন, "আমরা মনে করছি খুব শীঘ্রই রহস্য উদঘাটন হয়ে যাবে।"
যেভাবে ঘটনা জানা গেল:
পুলিশ বলছে, নিহতদের একজন রহিমা শেখের একজন গ্রাহক রবিবার সকাল আটটার দিকে তার বাড়িতে গিয়েছিলেন কাপড় সংগ্রহ করতে।
সেসময় তিনি দরজার নিচে দিয়ে রক্ত গড়িয়ে আসতে দেখেন।
তিনি ভয়ে চিৎকার করে উঠলে প্রতিবেশীরা এসে জড়ো হন।
তারা ঘরে ঢুকে তিনজনের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
এরপর স্থানীয় পুলিশকে খবর দেয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে জানিয়েছেন বেলাবো থানার ওসি।
তিনি জানিয়েছেন, দুই ছেলে মেয়ের মধ্যে বড় ছেলেটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করতো।
তবে কিছুদিন যাবত তার পড়াশুনা বন্ধ ছিল।
ছোট মেয়েটি এখনো স্কুলে যাওয়া শুরু করেনি।
মৃতদেহ উদ্ধারের সময় বাড়ির গৃহকর্তা ঘটনার সময় বাড়িতে ছিলেন না।
তিনি পেশায় একজন রঙ মিস্ত্রি।
গতরাতে তিনি ঢাকার কাছে গাজীপুরে অবস্থান করছিলেন বলে জানাচ্ছে পুলিশ।
খবর পেয়ে দুপুরে নরসিংদী আসার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেয়া হয়।