কাজী সালাউদ্দিন: ফুটবল ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাফুফে সভাপতি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন- বড় বড় ক্লাবে খেলেছেন।
একসময় ক্রিকেট ও ফুটবল দুটোই খেলেছেন।
এক পর্যায়ে ফুটবলে থিতু হন।
এখন ফুটবল ফেডারেশনের সভাপতি।
বাংলাদেশের ফুটবল দলকে ২০২২ সালের বিশ্বকাপে খেলাবেন, দায়িত্বে এসে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু বাস্তবতা হল, বাংলাদেশ জাতীয় দলটি ফুটবল বিশ্বের একেবারে পিছনের দিকের দলগুলোর একটি।
প্রতিশ্রুতি কেন পূরণ করতে পারেননি, বিবিসির এমন প্রশ্নে কাজী সালাউদ্দিন বলেন, 'পারি নাই। কিন্তু এতেতো কেয়ামত হয়ে যায়নি!'
তিনি বলেন, আমি কোন জাদুকর নই।
একসময়ের তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন বিবিসি বাংলার ফয়সাল তিতুমীরকে দেয়া সাক্ষাৎকারে তাকে নিয়ে এখনকার আরো নানা সমালোচনা ও প্রশ্নের জবাব দিয়েছেন।
বিবিসি বাংলায় আরো দেখতে পারেন: