আমিনুল ইসলাম বুলবুল: বাংলাদেশ দলের কোচ হলে ক্রিকেটারদের যা বলতেন বুলবুল

ভিডিওর ক্যাপশান, আমিনুল ইসলাম বুলবুল-"আমি ক্রিকেট বোর্ড থেকে কখনো কোন নির্দিষ্ট অফার পাইনি"

আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম দিকের সুপারস্টার।

সাবেক এই অধিনায়ক খেলা ছেড়েছেন কিন্তু অভিমানে অবসরের ঘোষণা দেন নি আজও।

অস্ট্রেলিয়ায় কোচিংয়ে প্রশিক্ষণ শেষে বাংলাদেশে এসে বেকার থেকেছেন। আর্থিক অনটন সামলাতে ব্যবসাও করেছেন কিছুদিন।

পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট অফিসার থেকে হয়েছেন আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার।

এশিয়া জুড়ে ক্রিকেট উন্নয়নে কাজ করে চলেছেন, কোচদেরও তত্ত্বাবধান করতে হয় তাকে।

অথচ সেই বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেন সবসময়ই অবহেলিত।

কেন তিনি আজো অবসর নেন নি? বিসিবিতে কেন দেখা যায় না তাকে? বাংলাদেশের কোচ হবেন কি?

আমিনুল ইসলাম বুলবুলের এই একান্ত সাক্ষাৎকারে এ সমস্ত প্রশ্নের উত্তর খুঁজেছেন ফয়সাল তিতুমীর।

বিবিসি বাংলার অন্যান্য খবর