রাঙ্গামাটিতে জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির গোলাগুলিতে তিনজন নিহত

পাবর্ত্য চট্টগ্রামকে সবসময় স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচনা করা হয়
ছবির ক্যাপশান, পাবর্ত্য চট্টগ্রামকে সবসময় স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচনা করা হয়

বাংলাদেশের পার্বত্য এলাকা রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার কথা জানিয়েছে রাঙ্গামাটির পুলিশ।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বিবিসিকে জানান তারা তিনজনের নিহত হওয়ার খবর পেয়েছেন।

এই পুলিশ কর্মকর্তা জানান তারা এখন ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন মঙ্গলবার সকালে সাড়ে আটটার পর বান্দরবানে রাজবিলা ও রাঙামাটির রাজস্থলী সীমান্তের গাইন্দা ইউনিয়নের কেচি নতুনপাড়ার কাছে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

এই ঘটনায় আশেপাশের পাড়াগুলোর লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পার্বত্য জেলা বান্দরবানে বাচ্চা কোলে এক উপজাতীয় নারী। (ফাইল ফটো) সম্প্রতি কয়েকটি সহিংসতার ঘটনার পর পার্বত্য এলাকায় শান্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পার্বত্য জেলা বান্দরবানে বাচ্চা কোলে এক উপজাতীয় নারী। (ফাইল ফটো) সম্প্রতি কয়েকটি সহিংসতার ঘটনার পর পার্বত্য এলাকায় শান্তি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে

তবে যারা নিহত হয়েছেন তারা কোন দলের তা এখনো জানা যায়নি।

ঘটনাস্থলটি রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে যেটা আবার বান্দরবান সীমান্তের কাছে।

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বিবিসিকে বলেন এই ঘটনার পর বান্দরবান গাইন্দা ইউনিয়নে পুলিশ, নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে ২০১৯ সালে রাজস্থলীতে জনসংহতি সমিতির দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছিল বলে পুলিশ সেসময় জানিয়েছিল।

স্থানীয়রা জানিয়েছেন, পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বিভিন্ন স্থানীয় দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের কারণে গত কয়েক মাস ধরেই এক ধরণের অস্থিরতা বিরাজ করছিল।

বিবিসি বাংলায় আরো পড়ুন: