বোরকা: শ্রেণিকক্ষে মুখ ঢেকে না রাখার নোটিশ দেয়া নিয়ে নোয়াখালীতে যা হলো

সেনবাগের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়

ছবির উৎস, Mizanur Rahman Riyad

ছবির ক্যাপশান, সেনবাগের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়

নোয়াখালীর একটি স্কুলে ছাত্রীদের বোরকা পরার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, এমন একটি অভিযোগ তুলে ওই এলাকায় বিক্ষোভ হয়েছে।

বিভিন্ন পক্ষের সাথে কথা বলে জানা যাচ্ছে, সেনবাগ উপজেলার একটি মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষ চলতি মাসের গোড়ার দিকে ছাত্রীদের শ্রেণীকক্ষের ভেতরে এসে বোরকায় মুখমণ্ডল ঢেকে না রাখার নির্দেশ দিয়ে নোটিশ দিয়েছিল। কিন্তু পরে সেই নোটিশটি কর্তৃপক্ষ প্রত্যাহারও করে নেয়।

কিন্তু তার দুই সপ্তাহ পর এসে দেখা যাচ্ছে এ নিয়ে বিক্ষোভ করছে কিছু মানুষ।

প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ বলছেন নোটিশটি নিয়ে বহিরাগতরা 'ভিন্ন ব্যাখ্যা' দেয়ায় ভুল বুঝাবুঝি তৈরি হওয়ায় তারা সেটি প্রত্যাহার করে নেন।

গত সাতই মার্চ দেয়া নোটিশে শ্রেণীকক্ষের ভেতরে মুখমণ্ডল ঢেকে থাকে এমন বোরকা না পরার কথা বলা হলেও স্কুলের শিক্ষার্থী ও কথিত 'তৌহিদী জনতা'র ব্যানারে একদল ব্যক্তি 'স্কুলে বোরকা নিষিদ্ধ' করা হয়েছে এমন দাবি তুলে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করে।

সেনবাগ থানার ওসি মোঃ ইকবাল হোসেন পাটোয়ারি বিবিসিকে বলেছেন যে, স্কুলটিতে মেয়েদের ক্লাসে ছেলেদের বোরকা পরে ঢুকে পড়ার কয়েকটি ঘটনা ঘটেছিলো।

"মেয়েদের নিরাপত্তার জন্যই স্কুল কর্তৃপক্ষ ক্লাশরুমের ভেতরে আসার পর বোরকা না পরা বা মুখমণ্ডল অনাবৃত রাখতে বলেছিলো। পরে সেই নোটিশ প্রত্যাহারও করা হয়েছে। বোরকা পরা যাবে না বা বোরকা নিষিদ্ধ-এমন কোন কিছুই সেখানে বলা হয়নি," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

সোমবার এভাবে প্রতিবাদ করেছে একদল শিক্ষার্থী যাতে বাইরে থেকেও লোকজন যোগ দিয়েছিলো।

ছবির উৎস, Mizanur Rahman Riyad

ছবির ক্যাপশান, সোমবার এভাবে প্রতিবাদ করেছে একদল শিক্ষার্থী যাতে বাইরে থেকেও লোকজন যোগ দিয়েছিলো।

তিনি বলেন একদিকে অনেক সময় মেয়েদের বোরকা পরে ছেলেদের আসার ঘটনা ঘটছিলো আবার প্রকৃত শিক্ষার্থী স্কুলে না এসে অন্য কেউ চলে আসে- এমন ঘটনাও ঘটেছে।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন বলছেন, স্কুলের পাশেই একটি মার্কেটে কিশোর গ্যাং আড্ডা দিতো যা মার্কেট কর্তৃপক্ষ এখন বন্ধ করেছে। তারা এখন স্কুলের ভেতরে ঢুকে পড়ছিলো।

"স্কুলের ভেতর থেকে বোঝার উপায় ছিলো না যে কারা আসছে স্কুলে। সেজন্য ক্লাসের ভেতের মুখমণ্ডল যাতে দেখা যায় অর্থাৎ শিক্ষার্থীদের যেন চেনা যায় সেজন্যই ওই পদক্ষেপ নেয়া হয়েছিলো। কিন্তু বহিরাগত একটি চক্র সেটিকেই ভিন্ন দিকে নিয়ে যেতে চাইছে," বলছিলেন তিনি।

ঘটনাটিকে বোরকা নিষিদ্ধ করা হয়েছে দাবি করে যারা মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তারা এরপর আর কোন কর্মসূচি অবশ্য দেয়নি।

তবে স্থানীয়রা কয়েকজন জানিয়েছেন স্কুলটির ম্যানেজিং কমিটির নির্বাচন বুধবার হওয়ার কথা এবং মূলত এ নির্বাচনকে কেন্দ্র করেই নানা ধরণের ঘটনা ঘটছে।

স্কুলটিতে বোরকা পড়ে মেয়েদের ক্লাশে ছেলেদের ঢুকে পড়ার ঘটনাও ঘটেছিলো বলে জানিয়েছে পুলিশ।

ছবির উৎস, Mizanur Rahman Riyad

ছবির ক্যাপশান, স্কুলটিতে বোরকা পড়ে মেয়েদের ক্লাশে ছেলেদের ঢুকে পড়ার ঘটনাও ঘটেছিলো বলে জানিয়েছে পুলিশ।

স্কুলের প্রধান শিক্ষক বলছেন স্কুল থেকে দেয়া এ সম্পর্কিত নোটিশসহ এ সিদ্ধান্ত নেয়ার বিস্তারিত কারণ তিনি উপজেলা শিক্ষা অফিসকে দিয়েছেন।

"আমার দিক থেকে কোন ত্রুটি পেলে সেটি কর্তৃপক্ষ দেখতে পারে। তবে যা প্রচারের চেষ্টা হয়েছে তেমন কিছু ঘটেনি," বলছিলেন তিনি।

পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ আজ জানিয়েছেন বিষয়টি নিয়ে আর কোন ঘটনা ঘটেনি এবং যারা মানববন্ধনের আয়োজন করেছিলো তাদের দিক থেকেও আর কোন তৎপরতা দেখা যায়নি।

বিবিসি বাংলায় আরও পড়ুন: