শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবি: ৬টি মৃতদেহ উদ্ধার, বহু নিখোঁজ

বাংলাদেশের নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যাবার পর এ পর্যন্ত অন্ততঃ ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চটির আরোহীদের আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশংকা করা হচ্ছে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মনজুরুল হাফিজ ৬টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়ে বলেছেন, নদীর তলায় লঞ্চটির অবস্থান চিহ্নিত করা হয়েছে এবং ঘটনাস্থলে একটি উদ্ধারকারী জাহাজ যাচ্ছে।

নিমজ্জিত লঞ্চটির ভেতরে আরো মৃতদেহ থাকার আশংকা করা হচ্ছে।

এর আগে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান জানান, রবিবার দুপুর দুইটার দিকে একটি জাহাজের সাথে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। এরপরই নৌ পুলিশ, দমকল বিভাগ ও বিআইডব্লিউটিএ উদ্ধার কর্মকাণ্ড শুরু করে।

লঞ্চটি ডুবে যাবার সময় কিছু যাত্রী পানিতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, আরো অনেক যাত্রী সেসময় লঞ্চের ভেতরে ছিলেন। যাত্রীদের অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

এমএল আফসার উদ্দিন নামের ওই লঞ্চটি অর্ধশত যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে চর সৈয়দপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

গত বছরের চৌঠা এপ্রিল ৩৫ জন যাত্রী নিয়ে মালবাহী জাহাজের সাথে ধাক্কা লেগে একটি লঞ্চ ডুবে গিয়েছিল। সেই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।