বাঘ: সুন্দরবনে একসাথে কয়েকটি বেঙ্গল টাইগার দেখার বিরল অভিজ্ঞতা পর্যটকদের

ভিডিওর ক্যাপশান, সুন্দরবনে কয়েকটি বাঘ দেখার বিরল অভিজ্ঞতা হলো পর্যটকদের

সুন্দরবনে ঘুরতে গিয়ে বাঘের দেখা পেয়েছেন কখনও?

অনেক পর্যটক বছরের পর বছর বারবার গিয়েও সেই অভিজ্ঞতা পাননি।

কিন্তু গত ১২ই মার্চ একদল পর্যটকের ভাগ্যে শিকে তো ছিঁড়লোই, বরং তারা পেলেন বেশি কিছু।

যদিও এই জাহাজে থাকা একজন গাইড শাহ ইলিয়াস বিন আজাদের তোলা ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে তিনটি বাঘ।

বিবিসিকে তিনি জানিয়েছেন, পাশে থাকা আরেকটি পর্যটকবাহী লঞ্চ সুপতির যাত্রীরাও এই দৃশ্য দেখেছেন।

বিবিসি বাংলায় আরও দেখতে পারেন: