করোনাভাইরাস: বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান আরও দুই সপ্তাহ বন্ধ থাকবে

ছবির উৎস, Getty Images
বাংলাদেশের শিক্ষামন্ত্রী দিপু মনি জানিয়েছেন করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান আরও দুই সপ্তাহ বন্ধ থাকবে।
এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বুধবার তিনি সাংবাদিকদের জানিয়েছেন, "সারা দেশে এখন করোনা সংক্রমণের হার শতকরা ৩০ ভাগের কাছাকাছি। এই পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে, বিশেষজ্ঞদের পরামর্শক্রমে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান এখন যে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ আছে, তার সময়সীমা আরও দুই সপ্তাহ বৃদ্ধি করা হবে।"
২০২০ সালের মার্চ থেকে ১৮ মাসের মতো টানা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকার পর গত বছর ১২ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারো সীমিত পরিসরে খুলে দেয়া হয়।
এরপর থেকে সপ্তাহে কয়েকদিন করে নানা শ্রেণিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছিল। কিন্তু খুব বেশি দিন স্কুলে যাবার সুযোগ হয়নি শিক্ষার্থীদের।

করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় বছরের শুরুতে কয়েকদিন পরই শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান ২১ তারিখ থেকে দুই সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দেয়া হয় যা ফেব্রুয়ারির ৬ তারিখে শেষ হওয়ার কথা ছিল।
বাংলাদেশে গত দুই শীতেই করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে কম ছিল। কিন্তু এই শীতের মৌসুমে ভিন্ন প্রবণতা দেখা যাচ্ছে।
নতুন ভেরিয়েন্ট অমিক্রনের কারণে সংক্রমণের হার অনেক বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।
আজও নমুনা পরীক্ষা অনুপাতে সংক্রমণের হার সাড়ে ২৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ১২ হাজারের বেশি।
যদিও বাংলাদেশে সরকারের ঘোষিত কিছু বিধি নিষেধ থাকলেও অফিস আদালত বাদে সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে।
বন্ধ রয়েছে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান। সেনিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ রয়েছে।








