তামিম ইকবাল: ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতি নিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক

তামিম ইকবাল

ছবির উৎস, Matthew Lewis-ICC

ছবির ক্যাপশান, তামিম ইকবাল

বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাসের জন্য বিরতি নিয়েছেন।

তিনি আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, "এখন আমার সর্বোচ্চ প্রায়োরিটি টেস্ট ও ওয়ানডে ক্রিকেট এটা নিয়েই আমি এখন ভাবছি।"

তিনি মনে করেন, এই ছয় মাসে তার জায়গায় যারা খেলবেন তারা এমনই ভালো খেলবে যে তাকে আর দরকার হবে না।

তামিম ইকবাল শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের শুরুতে পাকিস্তানের বিপক্ষে।

এরপর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই তিনি ফেরত আসেন।

আরও পড়ুন-

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে তামিম ইকবাল মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলছেন, যেখানে প্রথম দুই ম্যাচে ফিফটি করলেও, তার স্ট্রাইক রেটের কারণে সমালোচিত হয়েছেন, একই সাথে তার দল হেরেছে।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গণমাধ্যমে বলেছেন, "তামিম ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি খেলতে চায়না।" এটা তামিম ইকবাল নিজেই বিসিবি প্রধানকে জানিয়েছেন। তবে নাজমুল হাসান পাপন বলেছেন, তামিম ইকবালকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যাতে তিনি টি-টোয়েন্টি ক্রিকেট না ছাড়েন।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তামিম নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় লাইভে এসেছিলেন, তখন তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। তখন তিনি বলেছিলেন, "যারা এতোদিন আমার জায়গায় খেলেছে তাদের জায়গায় যদি দলে ঢুকি তবে সেটা অবিচার হবে।"

তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৭৫৮ রান নিয়েছেন ১১৬ স্ট্রাইক রেটে।

বাংলাদেশের হয়ে একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতক তামিম ইকবালের।