সাদ বিন রাবী ওরফে সাদ মুআ: বাংলাদেশি এই বিউটি ব্লগার কখনো নারী, কখনো পুরুষ

ভিডিওর ক্যাপশান, সাদমুআ: তিনি কখনো নারী, কখনো পুরুষ

মেকআপ টিউটোরিয়ালসহ বিউটি কেয়ারের নানা ধরনের ভিডিও কনটেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েন মেকআপ আর্টিস্ট সাদ বিন রাবী ওরফে সাদ মুআ। পরিচিতি পান 'বাংলাদেশের প্রথম পুরুষ বিউটি ব্লগার' হিসেবে।

সোশ্যাল মিডিয়ায় নিজেকে একজন নন-বাইনারি হিসেবে পরিচয় দেন সাদ। দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে 'নন-বাইনারি' পরিচয়ে চলতে প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন সাদ। তবে পরিবার পাশে থাকায় পথ চলা অনেকটা সহজ হয়েছে বলে মনে করেন তিনি।

বিবিসি বাংলার সাথে আলাপকালে তিনি জানিয়েছেন তার বিস্তারিত।

বিবিসি বাংলায় আরো পড়তে পারেন: