হিজাবি নারীদের জন্য নিউ ইয়র্কের প্রথম বিউটি পার্লার

ভিডিওর ক্যাপশান, হিজাব পরা নারীদের জন্য বিউটি পার্লার নিউ ইয়র্কে

নিউ ইয়র্কে যেসব মুসলিম নারী হিজাব পরেন তাদের জন্য মেকাপ করা বা চুলের সজ্জা করা কষ্টকর। কারণ সেখানে বেশিরভাগ সেলুনে পুরুষ কর্মী।

আর যেহেতু হিজাব পরা নারীরা ঘরের বাবা, ভাই, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সামনে চুল দেখান না, সে কারণে বেশিরভাগ পার্লার বা সেলুনে তারা যেতে পারেন না।

এসব নারীরা যেন মনের আনন্দে সাজতে পারেন, চুল কাটতে পারেন-এসব ভেবে শুধুমাত্র হিজাবি নারীদের জন্য বিউটি পার্লার খুলেছেন এক নারী।

বিবিসি বাংলায় আরো খবর: