যেসব কারণে মোদীর জয় এবার আগেরবারের মতো সহজ হবে না

ভিডিওর ক্যাপশান, যে পাঁচটি কারণে মোদীর জয় এবারে অত সহজ হবে না

ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি পাঁচ বছর আগে যে বিপুল ভোটে জিতেছিল এবারেও ততটা সহজে জিতবে পারবে তা কিন্তু অনেকেই মনে করছেন না।

সে দেশে অর্থনীতি আর রাজনীতির অনেক বদলে যাওয়া সমীকরণের কারণেই নরেন্দ্র মোদীর কাজটা এবারে অনেক কঠিন হয়ে উঠেছে।

এরকমই পাঁচটি ফ্যাক্টর ব্যাখ্যা করা হয়েছে বিবিসি বাংলার এই প্রতিবেদনে।

আরো পড়তে পারেন: