আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
নোনা জলের কাব্য: গ্লাসগোর জলবায়ু সম্মেলনে বাংলাদেশি সিনেমা বিশ্বের সামনে কী বার্তা দিল?
বাংলাদেশের তরুণ চলচ্চিত্রকার রেজওয়ান শাহরিয়ারের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’ সোমবার সন্ধ্যায় গ্ল্যাসগোর জলবায়ু সম্মেলনের ভেন্যুতে প্রদর্শিত হয়েছে। কপ-২৬ এর জন্য তৈরি গ্রিন জোনে ছবিটি দেখানো হয়।
জলবায়ু পরিবর্তনের জেরে সাধারণ মানুষের জীবন-জীবিকা কীভাবে বিপর্যস্ত হচ্ছে – সেটাই এই ছবির মূল কাহিনী।
আর সে কারণেই কপের আয়োজকরা ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেছেন বলে জানান মি. শাহরিয়ার।
প্রদর্শনী শুরুর আগে বিবিসির শাকিল আনোয়ারের সাথে কথা বলেন রেজওয়ান শাহরিয়ার।
বিস্তারিত দেখুন ভিডিওতে।
বিবিসি বাংলায়