কক্সবাজারে প্রশাসন একাডেমির নামে বনভূমির জায়গার বরাদ্দ তিনমাসের জন্য স্থগিত

হাইকোর্ট

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হাইকোর্ট

কক্সবাজারে মেরিন ড্রাইভ সংলগ্ন বনভূমির যে ৭০০ একর জায়গা প্রশাসন একাডেমির নামে যে বরাদ্দ দেয়া হয়েছিল, সেটি তিন মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশের হাইকোর্ট।

এই বরাদ্দ কেন সেটা অবৈধ ঘোষণা করা হবে না, সেটা জানতে চেয়ে সঙ্গে পরিবেশ সচিব, ভূমি সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সংস্থাপন সচিবকে জবাব দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।

কক্সবাজার নাগরিক ফোরামের পক্ষে রিটকারী হাইকোর্টের আইনজীবী শেখ একেএম মনিরুজ্জামান (কবির) বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন। তিনিই রিটের পক্ষে শুনানি করেন।

''সেখানে যে জমি বরাদ্দ দেয়া হয়েছে, চাইলে তাতে তো একটা এয়ারপোর্ট করা যায়। কিন্তু বনভূমির জায়গা বরাদ্দ না দেয়ার ব্যাপারে উচ্চ আদালতের একটা আদেশ রয়েছে। এখানে সেটার লঙ্ঘন হয়েছে। আমি পরিবেশ রক্ষার্থে জনস্বার্থে আমি ওই রিটটি করেছি।'' তিনি বলছেন।

হাইকোর্টের রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি নির্মাণের জন্য ভূমি মন্ত্রণালয় ওই জায়গা বরাদ্দ দিয়েছিল।

এই বরাদ্দের বিষয়টি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সেপ্টেম্বর মাসের নয় তারিখে দিকে হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ওই ভূমির মূল্য কয়েক হাজার কোটি টাকা হলেও প্রশাসন একাডেমির নামে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় মাত্র এক লাখ টাকার প্রতীকী মূল্যে ওই জমি বরাদ্দ দিয়েছিল।

গত কয়েকমাস ধরেই এই লিজ বাতিলের দাবিতে কক্সবাজারের স্থানীয় ও পরিবেশবাদী সংগঠনগুলো সভা-সমাবেশ করে আসছিল।

কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলালউদ্দিন বিবিসি বাংলাকে বলছেন, এই এলাকাটি সংরক্ষিত বনভূমি। সেটা লুকিয়ে এই বরাদ্দ নেয়া হয়েছে। এর ফলে সেখানকার পরিবেশ ও বন্যপ্রাণীর ক্ষতি হবে। তাই আমরা পরিবেশ রক্ষাতে এই বরাদ্দ বাতিলের দাবি জানিয়েছি।

এই বরাদ্দ বাতিল করার জন্য সুপারিশ করেছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিবিসি বাংলার অন্যান্য খবর: