জামায়াতে ইসলামী: সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সহ ৯ নেতা পুলিশ রিমান্ডে

ছবির উৎস, বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশে সোমবার রাতে গ্রেফতার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সহ দলটির নয় জন নেতাকে চার দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
ঢাকার ভাটারা থানার পুলিশ মঙ্গলবার রিমান্ডের আবেদন করেছিল। সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বিবিসিকে জানিয়েছেন, গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড নেয়ার আবেদন করা হয়েছিল। আদালত চারদিন মঞ্জুর করেছে।
তিনি জানিয়েছেন, "সন্ত্রাস বিরোধী আইনে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা একটি গোপন বৈঠক করছিলেন এবং সেখানে বেশকিছু বই ও লিফলেট পাওয়া গেছে।"
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই বৈঠকে তারা রাষ্ট্রবিরোধী কিছু পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রিমান্ডে আরও জিজ্ঞাসাবাদ করে সে ব্যাপারে বিস্তারিত জানতে চায় পুলিশ।
বই এবং লিফলেটে কি লেখা ছিল এবং বৈঠক তারা কি আলাপ করছিলেন সে সম্পর্কে জানতে চাইলে সাজেদুর রহমান বিস্তারিত কোন তথ্য দেননি।
তিনি বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে আরও বিস্তারিত জানা যাবে।
সোমবার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নয়জনকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশের একটি দল ।
গ্রেফতারদের মধ্যে আরও রয়েছেন, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা।
গোলাম পরওয়ার ২০১৬ সাল থেকে তিন বছর জামায়াতের নায়েবে আমির ছিলেন। এছাড়া ২০০১ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
দু'হাজার তের সালে একটি রিটের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট।
দু'হাজার আঠারো সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার একটি মামলা এখনো আদালতে রয়েছে।








