এলপিজি: সিলিন্ডারের দাম আবার বাড়ল, এবার ১০০ টাকার বেশি বাড়ছে পহেলা অগাস্ট থেকে

গ্যাস, এলপিজি, বাংলাদেশ।
ছবির ক্যাপশান, চার মাস ধরে গ্যাসের দাম নির্ধারণ করে দিচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন।

বাংলাদেশে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি'র মূল্য সিলিন্ডার প্রতি ১০২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন।

আজ ঢাকায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেছেন, এই নতুন দাম কার্যকর হবে পহেলা অগাস্ট রোববার থেকে।

এখন দাম বৃদ্ধির ফলে ১২ কেজি গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম হবে ৯৯৩ টাকা।

এ মাসের গোড়াতেও এর দাম বাড়ানো হয়েছিল।

জুলাই মাসে ৪৯ টাকা দাম বাড়ানোর কারণে প্রতি সিলিন্ডারের দাম এখন রয়েছে ৮৯১ টাকা।

অগাস্ট থেকে আরও বাড়তি দাম দিতে হবে গ্রাহকদের।

আরও পড়ুন:

এনার্জি রেগুলেটরি কমিশনের কর্মকর্তা আব্দুল জলিল বিবিসিকে বলেছেন, এ বছরের এপ্রিল মাস থেকে প্রতিমাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয়া হচ্ছে।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আইনগত এবং আমদানি খরচের বিষয় তুলে ধরেন।

পহেলা অগাস্ট থেকে খুচরা বাজারে এলপিজির ১২ কেজি প্রতি সিলিন্ডারের দাম হবে ৯৯৩ টাকা।
ছবির ক্যাপশান, পহেলা অগাস্ট থেকে খুচরা বাজারে এলপিজির ১২ কেজি ওজনের প্রতি সিলিন্ডারের দাম হবে ৯৯৩ টাকা।

মি: জলিল জানিয়েছেন, গ্রাহকদের পক্ষ থেকে হাইকোর্টে বেসরকারি খাতে দাম নির্ধারণের জন্য আদালতে রিট করা হয়েছিল।

সেই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত এপ্রিল মাসে এক আদেশে রেগুলেটরি কমিশনকে প্রতি মাসে দাম নির্ধারণ করে দেয়ার নির্দেশ দিয়েছিল। এছাড়া জ্বালানি সম্পর্কিত আইনেও দাম নির্ধারণ করে দেয়ার বাধ্যকবাধকতা আছে।

কমিশনের চেয়ারম্যান মি: জলিল বলেছেন, একদিকে আইনগত বাধ্যবাধকতা আছে।

অন্যদিকে, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি থেকে এলপিজি আমদানি করা হয় এবং তারাও প্রতি মাসে দাম নির্ধারণ করে দেয়।

সেজন্য সরকারি এবং বেসরকারি খাতের এলপিজির দাম প্রতি মাসে নির্ধারণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি দাবি করেন, শুধু দাম বাড়ানো হচ্ছে না। গত জুন মাসেই আন্তর্জাতিক বাজারে দাম কম থাকায় দাম কমানোও হয়েছিল।

এলপিজি'র আমদানি এবং খুচরা বাজারে বিক্রি- এর বেশিরভাগই বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। ।