আফগানিস্তানে নিহত পুলিৎজার-জয়ী সাংবাদিক দানিশ সিদ্দিকির তোলা কিছু ছবি

দানিশ সিদ্দিকি: ফাইল ছবি

ছবির উৎস, Danish Siddiqui/ Twitter

ছবির ক্যাপশান, দানিশ সিদ্দিকি: ফাইল ছবি

আফগানিস্তানে এক লড়াইয়ের মধ্যে গুলিবিদ্ধ হয়ে রয়টার্সের একজন ফটোসাংবাদিক নিহত হবার এক দুঃখজনক ঘটনায় আবারও ফুটে উঠেছে - খবর ও ছবি সংগ্রহের জন্য একজন সাংবাদিককে কত মারাত্মক ঝুঁকি নিতে হয়।

দানিশ সিদ্দিকি নামে রয়টার্স বার্তা সংস্থার ওই সাংবাদিক আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের কাছে সরকারি বাহিনী এবং তালেবানের এক লড়াইয়ের সময় নিহত হয়েছেন।

একজন ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকি আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে আফগান বিশেষ বাহিনীর সঙ্গে মিশে লড়াই-এর খবর সংগ্রহ করছিলেন।

তিনি ২০১০ সাল থেকে রয়টার্সের হয়ে কাজ করছিলেন।

দানিশ সিদ্দিকি আফগানিস্তান ও ইরাকের যুদ্ধ, রোহিঙ্গা শরণার্থী সংকট, হংকং-এর প্রতিবাদ-বিক্ষোভ এবং নেপালের ভূমিকম্পের মত বড় বড় ঘটনার সংবাদচিত্র ধারণ করেছেন।

২০১৮ সালে রয়টার্সের যে ফটোগ্রাফার দল রোহিঙ্গা শরণার্থী সংকটের ছবি তুলে পুলিৎজার পুরস্কার পেয়েছিল, তিনি তার একজন।

সম্প্রতি ভারতের কোভিড সংকটের ওপর তোলা তার ছবিগুলো, বিশেষ করে খোলা জায়গায় চিতায় মরদেহ পোড়ানোর ছবি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে।

দিল্লির দাঙ্গার সময় হিন্দু জনতার হাতে একজন মুসলিম ব্যক্তি আক্রান্ত হবার ঘটনাটির ছবিও তুলেছিলেন তিনি - যা বিশ্বব্যাপী প্রচারিত হয়।

এখানে তার কিছু আলোচিত ছবি তুলে ধরা হলো।

২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের শাহপরীর দ্বীপে এসে নেমেছেন এক রোহিঙ্গা নারী

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের শাহপরীর দ্বীপে এসে নেমেছেন এক রোহিঙ্গা নারী

২০১৭ সালের আগস্ট মাসে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে এক সহিংস অভিযান শুরু করলে লক্ষ লক্ষ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

দানিশ সিদ্দিকির তোলা এ ছবিতে দেখা যাচ্ছে, মিয়ানমার থেকে নৌকায় করে বাংলাদেশের শাহপরীর দ্বীপে এসে নেমেছেন এক ক্লান্ত রোহিঙ্গা নারী।

কান্দাহারে রাত্রিকালীন টহলের সময় আফগান বিশেষ বাহিনী একজন সৈন্য, গত সপ্তাহে এ ছবিটি তুলেছিলেন দানিশ সিদ্দিকি

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, কান্দাহারে রাত্রিকালীন টহলের সময় আফগান বিশেষ বাহিনীর একজন সৈন্য।

কান্দাহারে রাত্রিকালীন টহলের সময় আফগান বিশেষ বাহিনীর একজন সৈন্য। গত সপ্তাহে এ ছবিটি তুলেছিলেন দানিশ সিদ্দিকি।

আফগান বিশেষ বাহিনী তালেবানের আক্রমণের মুখে পাল্টা গুলি ছুঁড়ছে, গত সপ্তাহে তোলা দানিশ সিদ্দিকির ছবি

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, আফগান বিশেষ বাহিনী তালেবানের আক্রমণের মুখে পাল্টা গুলি ছুঁড়ছে।

আফগান বিশেষ বাহিনী তালেবানের আক্রমণের মুখে পাল্টা গুলি ছুঁড়ছে। গত সপ্তাহেই এ ছবিটি তোলেন দানিশ সিদ্দিকি।

ভারতে উন্মুক্ত জায়গায় গণহারে কোভিডে মৃত ব্যক্তিদের দাহ: এপ্রিল মাসে তোলা দানিশ সিদ্দিকির ছবি

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ভারতে উন্মুক্ত জায়গায় গণহারে কোভিডে মৃত ব্যক্তিদের দাহ।

ভারতে উন্মুক্ত জায়গায় গণহারে কোভিডে মৃত ব্যক্তিদের দাহ করা হচ্ছে। এ বছর এপ্রিল মাসে তোলা দানিশ সিদ্দিকির এ ছবি অনলাইনে ভাইরাল হয়েছিল।

দিল্লিতে কোভিডে মৃত এক ব্যক্তির স্ত্রীকে সান্তনা দিচ্ছের তার সন্তানরা।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, দিল্লিতে কোভিডে মৃত এক ব্যক্তির স্ত্রীকে সান্তনা দিচ্ছের তার সন্তানরা।

দিল্লিতে কোভিডে মৃত এক ব্যক্তির স্ত্রীকে সান্তনা দিচ্ছের তার সন্তানরা - দানিশ সিদ্দিকির তোলা আরেকটি ছবি।

ভারতে একটি হাসপাতালে কোভিড রোগী

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ভারতে দিল্লির একটি হাসপাতালে কোভিড রোগী

ভারতে দিল্লির একটি হাসপাতালে কোভিড রোগী।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রমীলা দেবী নামে এক কোভিড রোগীকে বহন করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তার ভাগ্নে রাজেশ কুমার। দানিশ সিদ্দিকি

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এক কোভিড রোগীকে বহন করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তার ভাগ্নে

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রমীলা দেবী নামে এক কোভিড রোগীকে বহন করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তার ভাগ্নে রাজেশ কুমার।

পরিবারকে নিয়ে রাস্তায় দয়ারাম খুশবাহা, কাঁধে তার পাঁচ বছর বয়সী ছেলে।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, পরিবারকে নিয়ে রাস্তায় দয়ারাম খুশবাহা, কাঁধে তার পাঁচ বছর বয়সী ছেলে। দানিশ সিদ্দিকির তোলা ছবি।

২০২০এর এপ্রিল মাসে ভারতে লকডাউন জারির পর হাজার হাজার অভিবাসী শ্রমিক পায়ে হেঁটে এক রাজ্য থেকে আরেক রাজ্যে বাড়িতে ফেরার জন্য পথে নামে।

দানিশ সিদ্দিকির এ ছবিতে পরিবারকে নিয়ে রাস্তায় দয়ারাম খুশবাহা, কাঁধে তার পাঁচ বছর বয়সী ছেলে।

বিবিসি বাংলায় আরো পড়তে পারেন: