মগবাজার: ভবনের বিস্ফোরণ যেভাবে দুমড়ে ফেললো সড়কের বাস ও অন্যান্য ছবি

ঢাকার মগবাজারে একটি তিনতলা ভবনের নীচে বিস্ফোরণ হওয়ার পর অন্তত ৬ জন নিহত আর শতাধিক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণে আশেপাশের এক ডজনের বেশি ভবন আর সড়কে চলাচলরত কয়েকটি বাসও ক্ষতিগ্রস্থ হয়। এই ফটোগ্যালারিতে ওই বিস্ফোরণের পরের নানা দৃশ্য তুলে ধরা হয়েছে।