মগবাজার: ভবনের বিস্ফোরণ যেভাবে দুমড়ে ফেললো সড়কের বাস ও অন্যান্য ছবি

ঢাকার মগবাজারে একটি তিনতলা ভবনের নীচে বিস্ফোরণ হওয়ার পর অন্তত ৬ জন নিহত আর শতাধিক মানুষ আহত হয়েছে। বিস্ফোরণে আশেপাশের এক ডজনের বেশি ভবন আর সড়কে চলাচলরত কয়েকটি বাসও ক্ষতিগ্রস্থ হয়। এই ফটোগ্যালারিতে ওই বিস্ফোরণের পরের নানা দৃশ্য তুলে ধরা হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় শোকাতুর একজন স্বজন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, হাসপাতালে শোকাতুর একজন স্বজন। মগবাজারে রবিবার সন্ধ্যেবেলার বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ছয় জন নিহত হয়েছে।
যে ভবনে বিস্ফোরণ হয়েছে, তার সামনের সড়কে থাকা একটি বাসও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে

ছবির উৎস, Shyadul Islam

ছবির ক্যাপশান, যে ভবনে বিস্ফোরণ হয়েছে, তার সামনের সড়কে থাকা একটি বাসও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে
ক্ষতিগ্রস্ত বাসের ভেতরের অংশ দুমড়েমুচড়ে গেছে, ভেতরে রয়েছে রক্তের দাগ

ছবির উৎস, Shyadul Islam

ছবির ক্যাপশান, ক্ষতিগ্রস্ত বাসের ভেতরের অংশ দুমড়েমুচড়ে গেছে, ভেতরে রয়েছে রক্তের দাগ
বিস্ফোরণের শিকার ভবনটির চারদিকে পুলিশের প্রবেশ নিষিদ্ধ ফিতা টাঙিয়ে দেয়া হয়েছে

ছবির উৎস, Shyadul Islam

ছবির ক্যাপশান, বিস্ফোরণের শিকার ভবনটির চারদিকে পুলিশের প্রবেশ নিষিদ্ধ ফিতা টাঙিয়ে দেয়া হয়েছে
বিস্ফোরণের শকওয়েভের ফলে রাস্তার অন্যপাশের অনেকগুলো ভবনের কাঁচ ভেঙ্গে পড়ে গেছে

ছবির উৎস, Shyadul Islam

ছবির ক্যাপশান, বিস্ফোরণের শকওয়েভের ফলে রাস্তার অন্যপাশের অনেকগুলো ভবনের কাঁচ ভেঙ্গে পড়ে গেছে
বিস্ফোরণের পর উদ্ধার তৎপরতা চলছে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বিস্ফোরণের পর উদ্ধার তৎপরতা চলছে
বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত ভবন ও একটি বাস

ছবির উৎস, Shyadul Islam

ছবির ক্যাপশান, বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত ভবন ও একটি বাস
ঢাকার একটি হাসপাতালে অপেক্ষা করছেন হতাহতদের স্বজনরা

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ঢাকার একটি হাসপাতালে অপেক্ষা করছেন হতাহতদের স্বজনরা
ভবনের পেছনের অংশে বিস্ফোরণের পর ওপরের তলা নীচে ধসে গেছে

ছবির উৎস, Shyadul Islam

ছবির ক্যাপশান, ভবনের পেছনের অংশে বিস্ফোরণের পর ওপরের তলা নীচে ধসে গেছে
বিস্ফোরণের ঘটনার পর বাসের সিটে পড়ে থাকা একটি পরিচয়পত্র

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিস্ফোরণের ঘটনার পর বাসের সিটে পড়ে থাকা একটি পরিচয়পত্র
মগবাজারের বিধ্বস্ত ভবন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রোববার রাতে একদিকে যখন ভবনে উদ্ধার কাজ চলছিল, বাইরে অনেক মানুষ তাদের নিখোঁজ স্বজনদের সন্ধান পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন
উদ্ধার পরিকল্পনা করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের সদস্যরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, উদ্ধার পরিকল্পনা করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের সদস্যরা
মগবাজারে বিস্ফোরণের শিকার ভবনটির সামনের ছবি

ছবির উৎস, Shyadul Islam

ছবির ক্যাপশান, মগবাজারে বিস্ফোরণের শিকার ভবনটির সামনের ছবি
বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত বাস

ছবির উৎস, Shyadul Islam

ছবির ক্যাপশান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাস