আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ঢাকা: ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বাসযোগ্য শহরের নতুন তালিকায় একেবারে নিচের দিকে বাংলাদেশের রাজধানী
বিশ্বের বসবাসযোগ্য শহরগুলোর যে নতুন তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ), তাতে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান হয়েছে নিচের দিক থেকে চার নম্বর।
২০২১ সালের এই তালিকার ১৪০টি দেশের মধ্যে ঢাকার অবস্থান হয়েছে ১৩৭তম। তালিকায় ঢাকার নিচে রয়েছে পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবি, নাইজেরিয়ার লেগোস এবং সিরিয়ার দামেস্ক।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপ অনুযায়ী, বসবাসের জন্য সবচেয়ে আদর্শ শহর হলো নিউজিল্যান্ডের অকল্যান্ড। এরপরে রয়েছে জাপানের ওসাকা, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, নিউজিল্যান্ডের ওয়েলিংটন এবং জাপানের টোকিও।
বসবাসের যোগ্য শহর বিবেচনায় পাঁচটি বিষয় আমলে নেয়া হয়েছিল। এগুলো হলো: স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো। মোট ১০০ নম্বরের ভিত্তিতে এই বিশ্লেষণ করা হয়।
এক্ষেত্রে ঢাকার গড় নম্বর হয়েছে ৩৩.৫। তবে আলাদা আলাদা ভাবে ঢাকা বিভিন্ন ক্ষেত্রে যে নম্বর পেয়েছে, তা হলো শহরের স্থিতিশীলতায় ৫৫, স্বাস্থ্যসেবায় ১৬ দশমিক ৭, সংস্কৃতি ও পরিবেশে ৩০ দশমিক ৮, শিক্ষায় ৩৩ দশমিক ৩ এবং অবকাঠামোতে ২৬ দশমিক ৮ নম্বর।
গেল বছর ঢাকার গড় নম্বর ছিল ৩৯ দশমিক ২ নম্বর।
করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশের নেয়া নানা পদক্ষেপ এবারের তালিকায় বিশেষ প্রভাব ফেলেছে।
বিবিসি বাংলায় আরও পড়তে পারেন:
ইআইইউ বলছেন, মহামারির কারণে সারা বিশ্বেই বাসযোগ্যতার হার আগের তুলনায় অন্তত সাত শতাংশ অবনতি হয়েছে। যেসব দেশ কড়াকড়িভাবে সীমান্ত বন্ধ করে স্বাস্থ্য সংকট সামলাতে পেরেছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে পেরেছে, সেসব কাজ তালিকায় তাদের অবস্থান নির্ধারণে বিশেষ প্রভাব রেখেছে।
যেমন, এই তালিকার শীর্ষে ওঠা অকল্যান্ড বিশ্বের অন্য শহরগুলোর তুলনায় কোভিড-১৯ ঠেকাতে দ্রুত সক্ষম হয়েছে এবং কড়াকড়িও তাড়াতাড়ি তুলে নিতে পেরেছে। বিশেষ করে লকডাউন বসবাসযোগ্য শহরগুলোর মাণ নির্ধারণে বিশেষ প্রভাব ফেলেছে।
বাংলাদেশের ঢাকা অবশ্য আগের বছরের তুলনায় তালিকায় একটু এগিয়েছে। ২০২০ সালে ঢাকার অবস্থান ১৩৮ নম্বরে থাকলেও এবার এক ধাপ এগিয়েছে। বাংলাদেশের ওপরে রয়েছে আলজিয়ার্স, ত্রিপোলি, করাচী ইত্যাদি শহর।
কয়েক বছর ধরে বিশ্বের বাসযোগ্য শহরের শীর্ষে থাকা ভিয়েনার অবস্থান এবারে হয়েছে ১২তম।